- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৩, ২০২২
মার্কিনীদের বিরুদ্ধে দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড

নেদারল্যান্ডকে বলা হয় টোটাল ফুটবলের দেশ। তাদের গায়ের সঙ্গে সেঁটে থাকা তকমা যে সঠিক, প্রমাণ করে দিল ডাচরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়েই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ২০১০ বিশ্বকাপে রানার্স ও ২০১৪ বিশ্বকাপের তৃতীয় হওয়া নেদারল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো লুই ভ্যান গালের দল। ডাচদের হয়ে তিনটি গোল করেন মেমফিস ডিপে, ড্যালি ব্লিন্ড ও ডেনডিল ডামফ্রিস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। ২ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত। ডাচ ডিফেন্ডারদের অফসাইড ট্র্যাপ এগিয়ে পুলিসিচ শট নিয়েছিলেন। ঝাঁপিয়ে পড়ে পুলিসিচের শট বাঁচিয়ে কোনও রকমে দলের পতন রোধ করেন হল্যান্ড গোলকিপার আন্দ্রেস নোপার্ট। ম্যাচের শুরুতে আক্রমণ শানালেও পরের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে শুরু করে হল্যান্ড। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে যুক্তরাষ্ট্রের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। যদিও বলের দখলে এগিয়ে ছিল মার্কিনিরা।
১০ মিনিটেই এগিয়ে যায় হল্যান্ড। নিজেদের সীমানায় বল পেয়ে ডানদিক থেকে উঠে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সে সেন্টার করেন ডেনজিল ডামফ্রিস। বক্সের মাথা থেকে ডান পায়ের দুরন্ত শটে হল্যান্ডকে এগিয়ে দেন মেম্ফিশ ডিপাই। চোট থাকা সত্ত্বেও ডিপাইকে কাতার নিয়ে আসেন হল্যান্ড কোচ লুই ভান গাল। নক আউটে গোল করে কোচের আস্থার মর্যাদা দিলেন। গোল করে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় ডিপাইয়ের। বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রও অবশ্য পিছিয়ে ছিল না। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ড্যালি ব্লিন্ডের গোলে ব্যবধান বাড়ায় হল্যান্ড। নিজের মার্কারকে এড়িয়ে বাইলাইনে গিয়ে সেন্টার করেন ডেনডিল ডামফ্রিস। অরক্ষিত থাকা ড্যালি ব্লিন্ড দুরন্ত শটে ২–০ ব্যবধানে হল্যান্ডকে এগিয়ে দেন।
সমতা ফারানোর জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। ৫০ মিনিটে ম্যাকেনিয়ের হেড দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান হল্যান্ড গোলকিপার নোপার্ট। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে অবশেষে ৭৬ মিনিটে ব্যবধান কমায় মার্কিন যুক্তরাষ্ট্র। পুলিসিচের পাস থেকে ২–১ করেন রাইট। ৮১ মিনিটে হল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেন ডেনজিল ডেমফ্রিশ। বাঁদিক থেকে ড্যালি ব্লিন্ড বক্সের মধ্যে ক্রস করেছিলেন। বাঁপায়ের সাউড ভলিতে ৩–১ করেন ডেমফ্রিশ। তাঁর এই গোলের সঙ্গে সঙ্গে হল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায়।
❤ Support Us