Advertisement
  • এই মুহূর্তে
  • ডিসেম্বর ৫, ২০২২

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল উড়িষ্যা, অরুণাচল, ঢাকা। সুনামির আশঙ্কা নামির আশঙ্কা নিয়ে এখনও কিছু জানায়নি এনসিএস

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল উড়িষ্যা, অরুণাচল, ঢাকা। সুনামির আশঙ্কা নামির আশঙ্কা নিয়ে এখনও কিছু জানায়নি এনসিএস

উপকূলীয় বঙ্গোপসাগরে ভূমিকম্প । আজ সকালে, ভারতীয় সময় ৮.৩২ নাগাদ উড়িষ্যা এবং বাংলাদেশের সমুদ্র উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে দশ কিলোমিটার গভীরে । যা পুরী থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং ভুবনেশ্বর থেকে ৪২১ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে  । ভূমিকম্পে এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সমুদ্রে ভূমিকম্পের পরে তীব্র জলোচ্ছ্বাসের কোনও খবর নেই ।

অআজ সকালে অরুণাচলেও ভূকম্পন অনুভূত হয়। তবে তার মাত্রা ছিল অপেক্ষাকূত কম। মাত্রা ছিল ৩.৩। ভারতের উত্তরপূর্বের এই রাজ্যের চাঙলাঙে ভূমিকম্পন হয় সকাল ৭টা ৫ নাগাদ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস জানিয়েছে এর উৎস স্থল ছিল চাঙলাঙ থেকে ৯২ কিমি দক্ষিণ-পশ্চিমে ।

উড়িষ্যা এবং অরুণাচলের পাশাপাশি বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়, সেখানকার স্থানীয় সময় সকাল নটা পাঁচে।
ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি । তবে সুনামির আশঙ্কা নিয়ে এখনও কিছু জানায়নি এনসিএস ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!