- এই মুহূর্তে
- ডিসেম্বর ৫, ২০২২
বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল উড়িষ্যা, অরুণাচল, ঢাকা। সুনামির আশঙ্কা নামির আশঙ্কা নিয়ে এখনও কিছু জানায়নি এনসিএস

উপকূলীয় বঙ্গোপসাগরে ভূমিকম্প । আজ সকালে, ভারতীয় সময় ৮.৩২ নাগাদ উড়িষ্যা এবং বাংলাদেশের সমুদ্র উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
Earthquake of Magnitude:5.1, Occurred on 05-12-2022, 08:32:55 IST, Lat: 19.14 & Long: 89.79, Depth: 10 Km ,Location: Bay of Bengal, India for more information Download the BhooKamp App https://t.co/urXZwR1TPe @Dr_Mishra1966 @Indiametdept @ndmaindia @PMOIndia @Ravi_MoES pic.twitter.com/FoGypWN6u1
— National Center for Seismology (@NCS_Earthquake) December 5, 2022
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে দশ কিলোমিটার গভীরে । যা পুরী থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং ভুবনেশ্বর থেকে ৪২১ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে । ভূমিকম্পে এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সমুদ্রে ভূমিকম্পের পরে তীব্র জলোচ্ছ্বাসের কোনও খবর নেই ।
অআজ সকালে অরুণাচলেও ভূকম্পন অনুভূত হয়। তবে তার মাত্রা ছিল অপেক্ষাকূত কম। মাত্রা ছিল ৩.৩। ভারতের উত্তরপূর্বের এই রাজ্যের চাঙলাঙে ভূমিকম্পন হয় সকাল ৭টা ৫ নাগাদ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস জানিয়েছে এর উৎস স্থল ছিল চাঙলাঙ থেকে ৯২ কিমি দক্ষিণ-পশ্চিমে ।
উড়িষ্যা এবং অরুণাচলের পাশাপাশি বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়, সেখানকার স্থানীয় সময় সকাল নটা পাঁচে।
ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি । তবে সুনামির আশঙ্কা নিয়ে এখনও কিছু জানায়নি এনসিএস ।
❤ Support Us