Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২, ২০২৩

৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাতিলকে প্রধান মেন্টর করে চমক ইস্টবেঙ্গলের

আরম্ভ ওয়েব ডেস্ক
৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাতিলকে প্রধান মেন্টর করে চমক ইস্টবেঙ্গলের

দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে চলতি মরশুমে ইস্টবেঙ্গল ফুটবল দলের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। ক্রিকেটেও এবার বড় চমক। আগেই ময়দানের সবথেকে সফল কোচ আব্দুল মোনায়েমকে তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর তাঁর হাত ধরেই শক্তিশালী দল গঠন। এবার দলের সাপোর্ট স্টাফ নিয়োগেও চমক দেখাল ইস্টবেঙ্গল। পেছনে ফেলে দিল মোহনবাগান, কালীঘাট, ভবানীপুর, বড়িশার মতো শক্তিশালী দলকে। আসন্ন মরশুমে দলের প্রধান মেন্টর হিসেবে দায়িত্ব দিল ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাতিলকে।
সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান মেন্টর হিসেবে সন্দীপ পাতিলের নাম ঘোষণা করা হয়। সন্দীপ পাতিলকে উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানে বরণ করা হয়। তাঁর হাতে শতবর্ষ স্মারক তুলে দেন ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত। একইসঙ্গে ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দেওয়া হয় তাঁর হাতে। এছাড়া পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে ও বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজীব দত্তকে। আগের আব্দুল মোনায়েমকে কোচ করা ছাড়াও বাংলার রনজি জয়ী দলের অধিনায়ক সম্বরণ ব্যানার্জিকে মেন্টর নিযুক্ত করেছিল ইস্টবেঙ্গল।
এদিন ক্রিকেট দলের স্পনসরের নামও ঘোষণা করা হয়েছে। শ্রাচী গ্রুপ ইস্টবেঙ্গল ক্রিকেট দলকে স্পনসর করবে। লালহলুদের সঙ্গে তারা তিন বছরের চুক্তি করেছে। এদিন আনুষ্ঠানিকভাবে স্পনসরের কথা জানানো হয়। এছাড়া নতুন মরশুমের ক্রিকেট দলকে পরিচিতি করানো হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, সম্বরণ ব্যানার্জি, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, প্রাক্তন সভাপতি তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, ইস্টবেঙ্গল ক্রিকেট দলের কোচ আব্দুল মোনায়েম, মেন্টর ঝুলন গোস্বামী, রাজীব দত্তরা।
ইস্টবেঙ্গল ক্রিকেট দলের প্রধান মেন্টরের দায়িত্ব পেয়ে খুশি সন্দীপ পাটিল। তিনি বলেন, ‘‌ইস্টবেঙ্গল ক্লাব আমাকে যে এই দায়িত্ব দিয়েছে, তাতে আমি খুশি। কাজ করার জন্য মুখিয়ে আছি।’‌ ঝুলন গোস্বামী বলেন, ‘সিএবি মহিলা ক্রিকেট লিগ শুরু করার উদ্যোগ নিয়েছে। এই লিগে ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি দারুণ আগ্রহী।’‌ ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!