- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৩, ২০২৩
কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি-আয়করের যৌথ হানা। ঘটনায় শাসক-বিরোধী কাজিয়া তুঙ্গে
আয়কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কৃষ্ণ কল্যাণীর বাড়ি-ব্যবসায় ইডি-র হানা। এই ঘটনাকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “এসবই হচ্ছে বিজেপির আগ্রাসী মনোভাব ও লোকসভা নির্বাচনে পরাজয়ের আতঙ্কের বহিঃপ্রকাশ।” পাশাপাশি বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই বিষয়ে বলেছেন, “এই প্রসঙ্গে যা বলার বিধানসভার অধ্যক্ষ বলতে পারবেন। কারণ এই ব্যক্তিকেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন তিনি।”
বুধবার সাতসকালেই রায়গঞ্জের বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর ও ইডি যৌথ ভাবে অভিযান শুরু করে। বিধায়কের বাড়ির পাশাপাশি একই সঙ্গে তৃণমূল কংগ্রেস কার্যালয়, তাঁর বাইকের শো রুম, কল্যাণী সলভেন্ট, ওয়া বাজার-সহ তাঁর সমস্ত প্রতিষ্ঠানে হানা দেয় ইডি-র একটি বড় দল। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।
এ দিন সকালে যখন আয়কর ও ইডি হানা দেয় তখন বাড়িতেই ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁকে বাড়িতে রেখেই তাঁর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেয় তদন্তকারীরা। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা বিধায়কের ভাই প্রদীপ কল্যাণী বলেন, ‘আচমকাই বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঢুকে পড়ে। বাড়ি থেকে কাউকে বের হতে দিচ্ছে না। বাড়ির কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই কাজ করছে ইডি।”
গত ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই কৃষ্ণ কল্যাণী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি গেরুয়া শিবিরে থাকাকালীন তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কানাইলাল আগরওয়াল। এমন কী তিনি এই অভিযোগ নিয়ে জেলাশাসকেরও দ্বারস্থ হয়েছিলেন। ভোটে জিতেই আবার কৃষ্ণ কল্যাণী তৃণমূলে ফিরে এলে তীব্র আপত্তি তোলেন কানাইলাল আগরওয়াল। গত বছর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর কৃষ্ণকল্যাণীকে তলব করে ইডি। প্রসঙ্গের মঙ্গলবার অভিষেকে নবজোয়ার কর্মসূচিতে প্রচুর লোকজন নিয়ে হাজির ছিলেন কৃষ্ণ কল্যাণী।তবে রায়গঞ্জের রাজনীতিতে কৃষ্ণ কল্যাণী ও কানাইলাল আগরওয়াল দুই বিপরীত মেরুতে অবস্থান করেন।
জানা যাচ্ছে, আয়কর ফাঁকি দেওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে এবং তাঁর অন্যান্য ব্যবসাস্থলে তল্লাশি চালাচ্ছে ইডি ও আয়কর দফতরের আধিকারিকরা । বিধায়কের বিরুদ্ধে এর আগেও একাধিক বার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ শোনা গিয়েছে। সেই অভিযোগ তোলা হয়েছিল তৃণমূলের তরফে, তবে তখন কৃষ্ণ কল্যাণী বিজেপিতে ছিলেন।
❤ Support Us