Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৪

মঙ্গলবার সাতসকালেই রাজ্যের একাধিক জায়গায় ইডি–র হানা

আরম্ভ ওয়েব ডেস্ক
মঙ্গলবার সাতসকালেই রাজ্যের একাধিক জায়গায় ইডি–র হানা

মঙ্গলবার সাতসকালেই কলকাতাসহ রাজ্যের বেশ কয়েকটা জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শহরের একটা ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে এই অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা। কলকাতার গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকা ছাড়াও হাওড়ার বেলুর থানার ঘুসুরিতেও অভিযান চালিয়েছে ইডি। তবে দুটি পৃথক মামলার তদন্তে এই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।
কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বিরুদ্ধে ২০২২ সালে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার মামলা দায়ের করেছিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। সেই অভিযোগের তদন্তে এদিন সাতসকালেই সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কিছু নথপত্র সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা।
এদিন একই সঙ্গে দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। ঝাড়খণ্ডের একটা ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনায় তাঁর নাম জড়িয়ে রয়েছে। সেই মামলার তদন্তেই সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা।
এছাড়া সাতসকালে বেলুড় থানার ঘুসুড়ির গিরিশ ঘোষ রোডের রাসমণি অ্যাপার্টমেন্টে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্টা সংস্থার আধিকারিকরা। গোটা অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কয়লা ব্যবসায়ী কৈলাস সরাফের ফ্ল্যাটে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন বলে জানা গেছে। আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখার সহযোগী হিসেবে কৈলাশ কাজ করত বলে জানা গেছে।
একই সময়ে বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় শান্তনু পোদ্দারের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী একটি দল। কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি। এর আগেও তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দফতর থেকে তল্লাশি অভিযান চালিয়েছিল বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!