Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৭, ২০২৩

তামিলনাড়ুর জেল-বন্দী মন্ত্রীর ভাইকে ইডি-র তলব । অর্থ পাচারের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি

আরম্ভ ওয়েব ডেস্ক
তামিলনাড়ুর জেল-বন্দী মন্ত্রীর ভাইকে ইডি-র তলব । অর্থ পাচারের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি

অর্থ পাচার মামলায় আটক তামিলনারুর মন্ত্রী ডি সেন্থিল বালাজির ভাই ও স্ত্রীকে তলব করেছে ইডি। তাঁদের টানা জেরা করতে চায় তদন্তকারি সংস্থা। রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল বালাজিকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পক্ষপাতী। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নীরব। তবে, সংবাদ সংস্থার খবর,  তাঁকে কোনো দফতর ছাড়াই মন্ত্রিত্বে রেখে দিতে চায় তামিলনাড়ু সরকার।

অর্থ পাচারের সঙ্গে মন্ত্রীর সংযোগের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। ইডি অভিযোগের প্রমাণ খুঁজে বের করতে মরিয়া। সন্দেহযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের ডেকে পাঠাচ্ছে। বালাজি অসুস্থ। বন্দী অবস্থায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!