- এই মুহূর্তে দে । শ
- জুন ৩০, ২০২৩
এক বছর বন্ধ শিক্ষক-শিক্ষিকা বদলি, নোটিস দিয়ে উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখল শিক্ষা দফতর

রাজ্য সরকার নির্দেশ জারি করে উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার মেয়াদ বাড়াল শিক্ষা দফতর। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ থাকবে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা কম।রাজ্যে শিক্ষকদের বদলির একমাত্র পোর্টাল হল উৎসশ্রী।
এর আগে প্রাথমিক শিক্ষা সংসদের আবেদনের ভিত্তিতে ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রেখেছিল রাজ্য শিক্ষা দফতর। শুক্রবার রাজ্য শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পোর্টাল। এর ফলে বন্ধ থাকবে সমস্ত শিক্ষক বদলির কাজ। শিক্ষা দফতরের বক্তব্য, রাজ্য সরকার শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দিতে চাইছে বলেই এই সিদ্ধান্ত। সেজন্য সমস্ত জেলায় শূন্যপদের সঠিক সংখ্যা জানা প্রয়োজন। শিক্ষক বদলি চালু থাকলে শূণ্য পদের সংখ্যা সঠিক ভাবে পাওয়া সম্ভব নয়। তাই বন্ধ রাখা হল উৎসশ্রী পোর্টাল।
যদিও রাজ্য সরকারের এই তত্ত্ব মানতে রাজি নন শিক্ষকদের একাংশ। তাদের দাবি, একদিকে মামলার চাপ, অন্যদিকে দুর্নীতির অভিযোগ,এই দু’য়ের চাপে পড়েই আপাতত শিক্ষক বদলি বন্ধ রেখেছে সরকার। ওদিকে শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হলে শিক্ষক বদলি চালু হওয়ার সম্ভাবনা কম। শিক্ষক সংঠনগুলির আবেদন, জরুরি ক্ষেত্রে বদলির আবেদন যেন বিবেচনা করে সরকার।
এদিকে শিষকদের একটা অংশের অভিযোগ, অনলাইন ট্রান্সফার এবং ট্রান্সফ্যার অন স্পেশাল গ্রাউন্ড বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে ভিতরে অনেককেই ট্রান্সফার করা হয়েছে এবং হচ্ছে যা বন্ধ হওয়া অত্যন্ত জরুরী আইন মোতাবেক।
❤ Support Us