- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ১১, ২০২৩
ক্লিওপেট্রা কৃষ্ণবর্ণের না শ্বেতাঙ্গ? নীলনদের দেশে বিতর্ক তুঙ্গে

গায়ের রং নিয়ে তীব্র বিতর্কে রানি ক্লিওপেত্রা। মিশরীয় প্রত্নতত্ববিদ ও ঐতিহাসিকদের দাবি, জাডা পিঙ্কেট স্মিথ প্রযোজিত ‘আফ্রিকান কুইনস’ সিরিজের ট্রেলারে যেভাবে টলেমিয় বংশের শেষ সম্রাজ্ঞীকে যেভাবে দেখানো হয়েছে, তা তিনি মোটেও ছিলেন না। প্রসঙ্গত, জাডার সিরিজে ক্লিওপেট্রার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যাডিলি জেমস। যিনি কৃষ্ণাঙ্গ । আর তার চরিত্রায়ন নিয়েই দানা বেঁধেছে বিতর্ক।
গত মাসে জাডা স্মিথের ধারাবাহিক তথ্যচিত্র আফ্রিকান কুইন্সের ট্রেলার লঞ্চ করে নেটফ্লিক্স। যা সামনে আসার পর থেকেই মিশরীয়রা নিজেদের ক্ষোভ জানাতে থাকেন। মিশরের কেন্দ্রীয় মন্ত্রী জাহি হাওয়াস বলেন, এই চিত্রায়ন পুরোপুরি মিথ্যা। ক্লিওপেট্রা একজন গ্রীক ছিলেন। অর্থাৎ তার গায়ের রং কালো নয়, বরং উজ্জ্বল বর্ণের ছিল। তাঁর অভিযোগ, মিশরীয় সভ্যতার সঙ্গে কৃষ্ণাঙ্গ বর্ণকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে মিশরবাসী এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইতিমধ্যে এ সিরিজের প্রচার আটকানোর জন্য মামলা হয়েছে। দাবি উঠেছে নেটফ্লিক্স মিশরে নিষিদ্ধ করার জন্য।
মিশর সরকার সিদ্ধান্ত নিয়েছে, রানি ক্লিওপেট্রার জীবনকে ভিত্তি করে তথ্যভিত্তিক ছবি বানাবেন তাঁরা। সরকারি টেলিভিশন চ্যানেলকে এব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের পুরাতত্ত্ব দপ্তর জানিয়েছে, সম্পূর্ণ নির্ভুলভাবে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।
তথ্যচিত্র নির্মাতা জাডা পালটা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আফ্রিকায় বিভিন্ন রাজবংশ বিভিন্ন শাসন করেছে। আর সে সময় রানিরাও শাসনকার্য সামলেছেন। নিজের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, এনাদের কথাও শোনা দরকার।তাদের কাহিনি নিয়েই তাঁর আগামী সিরিজ। তিনি জানিয়েছেন, সবচেয়ে বড়ো কথা, ক্লিওপেট্রার কোনো বংশপঞ্জী নেই। তাই অন্য কোনো জাতির সন্তান যে তিনি নন, এর স্বপক্ষে কোনো জোরালো প্রমাণ নেই। যদিও ইতিহাসবিদরা এমন যুক্তি মানেননি। ইতিমধ্যে, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আফ্রিকান কুইন্স। ক্লিওপেট্রা কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ- এ বিতর্ক পিছনে ফেলে গল্পে মজেছে ওয়েব সিরিজ দর্শকরা।
❤ Support Us