Advertisement
  • দে । শ
  • মে ৩০, ২০২৪

ওটিপি শেয়ার, হাপিস ৫০ হাজার

আরম্ভ ওয়েব ডেস্ক
ওটিপি শেয়ার, হাপিস ৫০ হাজার

দীর্ঘদিন ধরে লেনদেন না করায় বন্ধ হয়ে যায় এক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট চালু করার জন্য ভুয়ো ফোন আসতেই প্রতারকদের পাতা ফাঁদে পা দেন নাদনঘাটের নসরতপুরের বৃদ্ধ তারাপদ বসাক। তার পরিণতিতে কয়েকদফায় ৫০ হাজারের বেশি টাকা খোয়া গেল তারাপদবাবুর। বিহিত চেয়ে নাদনঘাট থানার দ্বারস্থ হয়েছেন তিনি। ব্যাঙ্কেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গ্রাহক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ১নং ব্লকের নসরতপুর মধ্যপাড়ার বাসিন্দা তারাপদ বসাকের কালনার একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে লেনদেন করতে না পারায় তা বন্ধ হয়ে যায়। যদিও অ্যাকাউন্টে বেশ কয়েক হাজার টাকা তার ছিল। তারাপদবাবুর সঙ্গে কথা বলে জানা গেল, তিনি ওই ব্যাঙ্কে দু’বার গিয়েও অ্যাকাউন্ট চালু করতে পারেননি। অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের নাম করে গতকাল একটি ফোন আসে। তারপর একটা ওটিপি আসে। তারাপদবাবুর বউমা অতশত না বুঝে তাদের সাথে কথা বলে ও ওটিপিটা শেয়ার করে।এরপর তারাপদবাবুর অ্যাকাউন্ট থেকে ৬ দফায় ৫০ হাজার ৫০০ টাকা তুলে নেওয়ার মেসেজ আসে। তারাপদবাবুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!