- দে । শ
- নভেম্বর ২, ২০২২
ভোটের আগে হিমাচলে উদ্ধার কোটি কোটি টাকা, বেআইনি মদ এবং সোনা

১৭ অক্টোবর ঘোষণা হয়ে গেছে বিধানসভা ভোটের দিনক্ষণ। নির্বাচন বিধিও চালু হয়ে গেছে হিমাচল প্রদেশে। নির্বাচন বিধিও চালু হওয়ার দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। কোথাও বেআইনি কাজকর্ম হচ্ছে কিনা, সে ব্যাপারে কড়া নজর পুলিশ প্রশাসনের। চারিদিকে তৎপর হয়েছে পুলিশ। আর এই নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল কোটি কোটি টাকা, বেআইনি মদ এবং সোনা। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য ২১ কোটি টাকা।
নাকা চেকিং করে আয়কর দপ্তর নগদ ২ কোটি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা এবং ৪৪ লক্ষ ১১ হাজার ২৩২ টাকার সোনা আটক করা হয়েছে। অন্যদিকে, আবগারি দপ্তর ৯৬৫ লিটার মদ বাজেয়াপ্ত করে যার মূল্য ৪৫ লক্ষ ৯১ হাজার ৩১৮ টাকা। নির্বাচনী বিধি চালু হওয়ার দিন থেকেই হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ১৭ অক্টোবর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। যেদিন হিমাচলে ভোট ঘোষণা করা হয় সেদিনই গুজরাটেও ভোটের দিন ঘোষণা করার কথা ছিল। কিন্তু সে রাস্তায় হাঁটেনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, এই বছরের একেবারে শেষে গুজরাটে ভোট হতে পারে।
হিমাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে সামনের বছরের ৮ জানুয়ারি। মোট ৬৮ আসনে ভোট হবে।
অন্যদিকে, সামনের বছর ১৮ ফেব্রুয়ারি গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হবে। ১৮২ সদস্যের এই বিধানসভায় ১১১ জন বিজেপি ও ৬২ জন কংগ্রেসের বিধায়ক রয়েছেন। বর্তমানে হিমাচলে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। এখানে বিজেপি–র বিধায়ক সংখ্যা ৪৫ জন বিধায়ক। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক রয়েছেন ২০ জন। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে সেপ্টেম্বরেই হিমাচল ও গুজরাত পরিদর্শনে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে। গুজরাতে তাঁরা জেলা নির্বাচনী কর্মকর্তা, পুলিশের অধিকর্তা ও জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
❤ Support Us