- দে । শ
- ডিসেম্বর ২, ২০২৩
ফিরহাদের সই জাল । আলিপুর জেল মিউজিয়ামে চাকরি দিতে গিয়ে জাদুঘরের কর্মীর হাজতবাস
রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে এক জয়বককে আলিপুর জেল মিউজিয়ামে চাকরি পাইয়ে দেওয়ার ঘটনায় এক সরকারি কর্মীর হাজত বাস হল। ৩ লক্ষ টাকা বিনিময় আলিপুর জেল মিউজিয়ামে দেওয়ার নাম করে ওই সরকারি কর্মী ফাহাদের সই জাল করে নকল নিয়োগপত্র দিয়েছেন বলে অভিযোগ। সরকারি কর্মীর চাতুরির ফাঁদে পা দিয়ে টাকা দিয়েছিলেন এক যুবক। তার পরিবর্তে নিয়োগপত্রও হাতে পেয়েছিলেন তিনি। ওই নিয়োগপত্রে সই ছিল মন্ত্রী ফিরহাদ হাকিমের ! কিন্তু মন্ত্রীর সই নকল ছিল। তাই টাকা দিয়েও শেষমেশ চাকরি পায়নি ওই যুবক। আর তার পরে ওই সরকারি কর্মীর নামে ওই যুবক পুলিশে অভিযোগ করে, আপাতত ওই প্রতারক সরকারি কর্মী হাজতে।
জানা যাচ্ছে একটি নিয়োগপত্র নিয়ে সম্প্রতি এক যুবক আলিপুর জেল মিউজিয়ামে চাকরিতে যোগ দিতে চান। ওই নিয়োগপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের আলিপুর জেল মিউজিয়াম কর্তৃপক্ষের। তার পরেই সরাসরি পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে জেল মিউজিয়াম কর্তৃপক্ষ যোগাযোগ করে। ফিরহাদ হাকিম সাফ জানান, এই নিয়োগের ব্যাপারে তিনি কিছুই জানেন না। এর পর আলিপুর থানাকে তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনায় চাকরিপ্রার্থী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। কালক্ষেপ না করে তিনি প্রতারক সম্পর্কিত সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দেন । তিনি জানান, তিন লক্ষ টাকার বিনিময়ে ফিরহাদ হাকিমের সই করা নিয়োগপত্র তাঁর হাতে দেয় ওই প্রতারক। পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। রাতেই শুরু হয় তল্লাশি। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
এর আগেও ফিরহাদ হাকিমের সই, সিলমোহর নকল করে কলকাতা পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল। লক্ষ লক্ষ টাকা প্রতারণা চক্রের খোঁজ সেই সময় পেয়েছিল নিউ মার্কেট থানার পুলিশ। সেই চক্রের সঙ্গে আলিপুর জেল মিউজিয়ামে চাকরি দেওয়ার নামে প্রতারণার সম্পর্ক আছে কিনা, সেটা পুলিশ তদন্ত করে দেখছে।
❤ Support Us