Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৮, ২০২২

গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন জল, আর খাবারের সঙ্কট চরমে।

অস্থায়ী সেতু দিয়ে পার হচ্ছে ইরপিনের বাসিন্দারা।

আরম্ভ ওয়েব ডেস্ক
গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন জল, আর খাবারের সঙ্কট চরমে।

অস্থায়ী সেতু দিয়ে পার হচ্ছে ইরপিনের বাসিন্দারা ।

রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে । গতকালই দুই দেশের প্রতিনিধি দল তূতীয় দফার বৈঠকে বসেও মেলেনি কোনো রফা সূত্র । যুদ্ধ বন্ধ হওয়ার নাম নেই। বরং রুশ সেনাদের হামলা আরও জোরালো হচ্ছে। ইউক্রেনবাসীরা ঘর-বাড়ি ছেড়ে কোথায় পালাবেন, তা ভেবে পাচ্ছেন না ৷ মাত্র ১০-১২ দিনের মধ্যেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দেশ ৷ আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে করছেন যুদ্ধ বিশারদরা৷

ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনে রুশ সৈন্যরা ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে । বোমার আঘাতে ভেঙে পড়েছে ব্রিজ। এমতাবস্থায় নদীর ওপর অস্থায়ী সেতু বানিয়ে ২ হাজার মানুষকে শহর থেকে নিরাপদ স্থানে পাঠাতে পেরেছেন দাবি স্থানীয় প্রশাসনের।আরেকটি ছোট শহর হোসটোমেলের স্থানীয় সরকার জানিয়েছে রুটি এবং ওষুধ বিতরণের সময় রুশ সেনার গুলিতে শহরের মেয়র ইউরি প্রাইলিপকো মারা গেছেন।

ইউক্রেনের দক্ষিণে, মিকোলাইভ শহরটি নতুন করে রুশ হামলার মুখে পড়েছে। ইউক্রেন জানিয়েছে রাতে শহরের আবাসিক এলাকায় কামানের গোলা এসে পড়েছে। শহরটি অবস্থিত ক্রাইমিয়া এবং ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর শহর ওডেসার মাঝামাঝি জায়গায়। মারিউপোলে বিদ্যুৎ ও জলের লাইন বিচ্ছিন্ন। আটকে পড়া হাজার হাজার মানুষ জল ও খাবারের অভাবে কষ্টে পাচ্ছেন। শহর ছেড়ে পালানোর চেষ্টা চালাচ্ছেন জনগণ। শহরের সর্বত্র ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূর আর মৃতদেহ । পুতিন মরিয়া । সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন । তাঁর ইচ্ছা মারিউপোলের নিয়ন্ত্রণ নিতে পারলে ক্রাইমিয়া এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক এবং দনিয়েৎস্কের মধ্যে সরাসরি স্থল যোগাযোগ তৈরি করতে সমর্থ হবে রাশিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!