- দে । শ
- মে ২৯, ২০২৩
মহিলা কর্মীদের যৌন নির্যাতন করা হচ্ছে, শীর্ষ আদালতে অভিযোগ ইমরানের

৯ মে দেশে দাঙ্গার পরে গ্রেপ্তার হয়েছেন তেহরিক–ই–ইনসাফ পার্টির শত শত সমর্থক ও মহিলা কর্মী। শাস্তি হিসেবে মহিলা কর্মীদের যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। এছাড়াও তাঁদের সঙ্গে জঘন্য আচরণও করা হচ্ছে। এই ব্যাপারে অভিযোগ জানিয়ে দেশের শীর্ষ আদালতকে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করার আবেদন জানিয়েছেন তেহরিক–ই–ইনসাফ পার্টির প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই খবর জানিয়েছেন পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন যে, ইমরান বিশ্বের সহানুভূতি আদায়ের জন্য পিটিআই কর্মীর বাড়িতে অভিযান চালানো এবং গুলি চালানোর অভিযোগ তুলেছেন। যার হতাহতের ঘটনা বিশ্বকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখানো যেতে পারে। আর ইমরানের দ্বিতীয় পরিকল্পনা হল দলের মহিলা কর্মীদের ওপর যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলা। গোয়েন্দা সংস্থাগুলি ফোন কল রেকর্ড করে এই খবর জানতে পেরেছে বলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করেন।
রানা সানাউল্লাহর এই দাবির কয়েক ঘণ্টা পর ইমরান খান জামান পার্কের বাসভবন থেকে পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘রানা সানাউল্লাহর সাংবাদিক সম্মেলনের পর আমার আর কোনও সন্দেহ নেই যে পিটিআই মহিলা কর্মীদের আটক করে জেলে ভরা হয়েছে এবং তাদের যৌন হেনস্থা করা হচ্ছে।’ ইমরান আরও বলেন, ‘এই মহিলারা মুক্তি পেয়ে বাইরে গেলে তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা খুলে বলতে পারে, সরকার এই ভয় পাচ্ছে। তাই নতুন নতুন গল্প তৈরি করছে। অথবা এটাও হতে পারে যে, মহিলা কর্মীদের গ্রেপ্তার করাটা বড় ভুল হয়েছে। সেই ভুল ঢাকার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।’ এদিকে ইমরানের ওপর সরকার ক্রমশ চাপ বাড়াচ্ছে। ইমরান খান সরকারকে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন তা খারিজ করে দিয়েছেন নওয়াজ শরিফ।
❤ Support Us