Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৯, ২০২৪

সিবিআইয়ের আবেদন গ্রাহ্য আদালতে, ১২ জুলাই পর্যন্ত তিহারেই ঠাঁই কেজরিওয়ালের

আরম্ভ ওয়েব ডেস্ক
সিবিআইয়ের আবেদন গ্রাহ্য আদালতে, ১২ জুলাই পর্যন্ত তিহারেই ঠাঁই কেজরিওয়ালের

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় ১২শে জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে যাওয়ার নির্দেশ পাঠিয়েছে৷’তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাঁকে আটক করা প্রয়োজন’ এমন দাবি জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেছিল সিবিআই। সে দাবিতে শিলমোহর দিল রাউস এভিনিউ কোর্ট।

শুনানি চলাকালীন, বিচারক শুনেনা শর্মা বলেন যে,একবার পুলিশ রিমান্ডের মেয়াদ শেষ হয়ে গেলে, অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো ছাড়া আদালতের কাছে আর কোনও বিকল্প থাকে না। আদেশের বিস্তারিত আদেশের কপি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। ২৬ জুন রাউজ অ্যাভিনিউ আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদনের ভিত্তিতে আম আদমি পার্টির নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, হেফাজতে থাকার সময় কেজরিওয়াল তদন্তে একটুও সহযোগিতা করেননি।প্রশ্নের বিপরীতে এলোমেলো উত্তর দিচ্ছিলেন। ইচ্ছাকৃতভাবে বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। কিছু ক্ষেত্রে সিবিআইয়ের কাছে থাকা প্রমাণকেও অস্বীকার করেছেন।

২১ মার্চ আবগারি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে তিনিই প্রথম যাকে পদে থাকাকালীন আটক করে পুলিশ। লোকসভা ভোটের সময়ে তাঁকে কিছু দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। মেয়াদ শেষ হলে ২ জুন আবার তিহাড় জেলে গিয়ে আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। গত সপ্তাহে দিল্লির আদালত কেজরীর জামিন মঞ্জুর করলে সে রায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আবেদন করে ইডি। সেখানে জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাঁকে আটক করে সিবিআই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!