- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ২৫, ২০২৪
১৮তম লোকসভার স্পিকারের পদে কে ? স্বাধীনতার পর, এই প্রথম আইনসভার অধ্যক্ষ পদের জন্য হবে নির্বাচন ?

লোকসভায় স্পিকার কে হবেন, এবার এনিয়েই শুরু রাজনৈতিক তরজা । লোকসভায় স্পিকার পদের জন্য ওম বিড়লাকেই প্রার্থী হিসেবে মনোনীত করছে এনডিএ জোট । অন্যদিকে কংগ্রেসের কে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করল ইন্ডিয়া জোট । মঙ্গলবার তিনি মনোনয়ন দাখিল করলেন । বিরোধীরা যদি নিজেদের দাবি থেকে সরে না আসে, তবে ১৯৪৬ সালের পর, এই প্রথম লোকসভায় স্পিকার পদের জন্য নির্বাচন হবে।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে এপর্যন্ত সর্বসম্মত ভাবেই লোকসভায় স্পিকার মনোনীত হয়েছে । গতকাল স্পিকার পদে ওম বিড়লাকে সমর্থন করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । পরে, এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি রাজনাথ সিং এর বার্তা প্রসঙ্গ উত্থাপন করে বলেন, এনডিএর তরফে, গণতন্ত্রের কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিরোধীদের সংযোগিতার কথা বলা হচ্ছে, কিন্তু এ নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা পরিলক্ষিত হচ্ছে না । স্পিকার মনোনয়ন ঘিরে বিজেপি নেতা রাজনাথ সিং এর বার্তার পরিপ্রেক্ষিতে, লোকসভায় ডেপুটি স্পিকারের পদ দেওয়া হোক বিরোধীদের এই দাবি পেশ করা হয় । দলের সঙ্গে আলোচনা করেই বিষয়টি জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বরিষ্ঠ বিজেপি নেতা । এখনো সেই প্রসঙ্গে কোনো সদুত্তর আসেনি।
#WATCH | Delhi: Congress MP Rahul Gandhi says “Today it is written in the newspaper that PM Modi has said that the Opposition should cooperate with the Govt constructively. Rajnath Singh called Mallikarjun Kharge and he asked him to extend support to the Speaker. The entire… pic.twitter.com/yR5CzlagEx
— ANI (@ANI) June 25, 2024
মঙ্গলবার সকালে এনডিএ জোটের তরফে, ১৮ তম লোকসভার স্পিকার পদের জন্য ওম বিড়লাকে মনোনীত করা হয় । তাঁকে সমর্থন জানাতে দাবিপত্রে স্বাক্ষরও করেন বিজেপি সাংসদরা।
NDA leaders signed a motion paper in favour of Om Birla for the Speaker of the 18th Lok Sabha. pic.twitter.com/U3X3PlYvBp
— ANI (@ANI) June 25, 2024
এরপরই ইন্ডিয়া জোটের পক্ষে, স্পিকার পদের জন্য, কে সুরেশের নাম প্রস্তাব করা হয়েছে। এবিষয়ে পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা কে সুরেশ বলেন, স্বাধীনতার পর থেকেই লোকসভায় ডেপুটি স্পিকারের পদ দেওয়া হয় বিরোধীদের । কিন্তু গত দশবছরে গণতান্ত্রিক রীতিকে নস্বাৎ করেছে পদ্ম শিবির । তাই এবার স্পিকার পদের দাবিই পেশ করেছে কেন্দ্রের বিরোধী জোট ।
VIDEO | “There is a convention in Lok Sabha… the Speaker will be of the ruling party and the deputy Speaker will be of the opposition. They denied us in the last two terms of the Lok Sabha, saying that you are not the recognised opposition. Now, we are recognised opposition.… pic.twitter.com/zMaQOrvmKp
— Press Trust of India (@PTI_News) June 25, 2024
এমতাবস্থায় নিজেদের দাবি থেকে বিরোধীরা সরে না এলে, বুধবার লোকসভায় স্পিকার পদের জন্য নির্বাচন অবসম্ভাবী । ভারতের সংসদীয় ইতিহাসে, স্বাধীনতা পরবর্তী সময়ে একটি বিরলতম ঘটনা হিসেবে লিপিবদ্ধ হবে।কেন্দ্রীয়আইনসভার নিম্ন কক্ষের অধ্যক্ষ পদের জন্য ১৯২৫ থেকে ১৯৪৬ সালের মধ্যে ছয়বার নির্বাচন হয় । স্পিকার পদের জন্য শেষ প্রতিদ্বন্দ্বিতা হয় ১৯৪৬ সালের ২৪ জানুয়ারি । কংগ্রেস নেতা জিভি মাভলঙ্কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কাওয়াসজি জাহাঙ্গীর । মাভালঙ্কার ৬৬ ভোট পেয়েছিলেন এবং জাহাঙ্গীর ৬৩ ভোট পেয়েছিলেন । প্রথম সাধারণ নির্বাচনের পরে ১৯৫২ সালের ১৭ এপ্রিল পর্যন্ত মাভলঙ্কার অস্থায়ী সংসদের অধ্যক্ষ ছিলেন ।
❤ Support Us