Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১৪, ২০২৪

অচলাবস্থা কাটাতে ১১ চিকিৎসক সংগঠনের প্রতিনিদিদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য দফতরে। ফলপ্রসূ না হলে পূর্ণ কর্মবিরতির জানাল চিকিৎসক ফেডারেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
অচলাবস্থা কাটাতে ১১ চিকিৎসক সংগঠনের প্রতিনিদিদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য দফতরে। ফলপ্রসূ না হলে পূর্ণ কর্মবিরতির জানাল চিকিৎসক ফেডারেশন

বাংলার অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে দেশব্যাপী আংশিক কর্মবিরতির ডাক দিয়েছে প্রধান চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ)। আজ রাজ্যের স্বাস্থ্য দফতর চিকিৎসকদের ১১টি সংগঠনের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে আলোচনায় বসছে। বৈঠক ফলপ্রসু না হলে মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতির হুমকি দিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তবে জরুরী পরিষেবা বজায় রাখবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি পূরণ করার জন্য আমরা এই বৈঠকের ফলাফল মূল্যায়ন করব। যদি বৈঠকে সন্তোষজনক ফলাফল না পার হয়, তাহলে ১৫ অক্টোবর থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে। জরুরী রোগীর যত্নের প্রতি আমাদের প্রতিশ্রুতি বজায় রাখার জন্য জরুরী পরিষেবা চালু থাকবে।’‌

রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে আলোচনা করার জন্য আজ, সোমবার রাজ্যের স্বাস্থ্য ভবনে এক বৈঠকের জন্য প্রধান চিকিৎসকদের সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ৮টি সংগঠনকে বৈঠকে ডাকা হয়েছিল। পরে আরও ৩টি সংগঠনকে ডাকা হয়েছে। এক ইমেলে রাজ্যের মুখ্য সচিব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস (জেপিডি) কে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের কারণে তাঁদের অনশন তুলে নেওয়ার পরামর্শ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিভিন্ন দাবিতে ৫ অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। অনশনের কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এ পর্যন্ত ৪ জন চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌বিস্তৃত আলোচনার পরে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় স্তরে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমরা পূর্ববর্তী চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জুনিয়র চিকিৎসকদের দাবি–দাওয়ার মেটানোর জন্য অনুরোধ করেছিলাম। তবে কোনও সন্তোষজনক পদক্ষেপ দেখা যায়নি। সারা দেশে সব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং মেডিক্যাল অ্যাসোসিয়েশনগুলিকে সোমবার থেকে শুরু হওয়া দেশ জুড়ে বৈকল্পিক পরিষেবাগুলি বন্ধ করার জন্য আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য অনুরোধ করেছি। সহিংসতা বা অবহেলার জন্য অন্য একজন সহকর্মীকে হারাতে পারি না। সরকারের উদাসীনতা আমাদের অন্য কোনও বিকল্প রেখে দেয়নি। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাথে সংহতিতে আমাদের সাথে যোগ দিন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!