- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৬, ২০২৩
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উদয়নিধি ও প্রিয়ঙ্কের বিরুদ্ধে এফআইআর

সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে অপরাধীর কাঠগড়ায় উদয়নিধি ও প্রিয়ঙ্ক। এবার এফআইআর দায়ের করা হল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গের বিরুদ্ধে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়ান। সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” ওই ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন।
এই জাতীয় হুমকির পরেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। তিনি বলেন, তিনি যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন, প্রয়োজনে ফের একই কথা বলবেন। এদিকে, স্ট্যালিনপুত্রের এই মন্তব্যকে সমর্থন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্ক খাড়গে। সেই কারণে তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ এবং ১৫৩ এ ধারায় মঙ্গলবার উত্তরপ্রদেশের রামপুরে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সনাতন ধর্ম নিয়ে উদয়নিধির মন্তব্য সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেন আইনজীবী হর্ষ গুপ্তা এবং রাম সিং লোধি। এরপরই এফআইআর দায়ের করা হল।
❤ Support Us