Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • জুলাই ১৫, ২০২৩

অমরনাথের পথে আবার ৭০ হাজারের বেশি পুণ্যার্থী। যাত্রা পথে মৃত ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
অমরনাথের পথে আবার ৭০ হাজারের বেশি পুণ্যার্থী। যাত্রা পথে মৃত ৫

কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর বেসক্যাম্প থেকে অমরনাথের দিকে রওনা দিল ৭,০০০ তীর্থযাত্রী। অপরদিকে, ভগবতীনগর থেকেও ২২৬ টি গাড়িতে করে সাত হাজারের বেশি পুণ্যার্থী গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। খারাপ আবহাওয়ার জন্য বেশ কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল অভিযান। পরিস্থিতির  উন্নত  হওয়ার পর, পাহালগাও থেকে  চার হাজার ও বালতাল থেকে তিন হাজারের বেশি লোক বাবা বরফানির দর্শনের জন্য  রওনা দিয়েছেন। এখন সে সংখ্যা ১৩ টি ব্যাচ মিলিয়ে ৭২ ,৭৮৯। ৩০ জুন থেকে শুরু হয়েছে দক্ষিণ কাশ্মীরের ৩৮৮৮ মিতার ওপরে অবস্থিত গুহার উদ্দেশে যাত্রা। আবহাওয়া ঠিক থাকলে ৩১ আগস্ট শেষ হতে পারে অভিযান।

ইতিমধ্যে, সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ৩৬ ঘণ্টায় ৫ জন জন পুণ্যার্থী মারা গিয়েছেন। যার দরুণ যাত্রীদের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়ছে যারা মারা গিয়েছেন তাদের প্রায় প্রত্যেকেরই মৃত্যুর কারণ আচমকা হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া। চার জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ, হরিয়ানা ও গুজরাট থেকে এসেছিলেন। আর একজনের পরিচয় অবশ্য এখন সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!