- দে । শ
- জানুয়ারি ১৬, ২০২৩
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৬৮। উদ্ধার ব্ল্যাক বক্স।

সংক্রান্তির দিনে এল এক দুঃসংবাদ। নেপালের পোখরায় ঘটল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। মৃত্যু হল ষাটেরও অধিক মানুষের। নিহতদের মধ্যে পাঁচ ভারতীয় যাত্রীও রয়েছেন।
রবিবার সকাল ১০ টা ৩৩ মিনিটে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশে রওনা দেয় ইয়েতি এয়ার লাইনসের বিমানটি। পোখরা যেতে সময় লাগে ২৫ মিনিট। কিন্তু পোখরায় অবতরণের মাত্র ১০ সেকেণ্ড আগে নিকটবর্তী সেতী গণ্ডকী নদীর পাশে এলাকায় ভেঙ্গে পড়ে ৭২ জনের যাত্রীবাহী বিমানটি। বিমানে ছিলেন ৬৮ জন যাত্রী এবং ২ জন বিমান চালক সহ চার বিমান কর্মী । ৬৮ টি মৃতদেহ এবং বিধ্বংস বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে ।
নেপালে বিমান দুর্ঘটনা এই প্রথম নয়। তবে ইয়েতি এয়ার লাইনসের যাত্রীবাহী বিমানের ভেঙ্গে পড়াকে আগেরগুলোর থেকেও ভয়ানক বলে অনেকে মনে করছেন । নেপালের বার বার এই বিমান দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। নেপালের দুর্গম এলাকা, খারাপ আবহাওয়া, নতুন বিমানের জন্য বিনিয়োগের অভাব ও কার্যকরী বিমান পরিকাঠামোর দিকে নজরের অভাবকেই মূলত বিমান দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। বিমান নিরাপত্তা বিভাগের সূত্রের খবর, গত তিন দশকে ২৭টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে।
❤ Support Us