- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২, ২০২৪
নাদনঘাট সেতু পরীক্ষায় ফরেন্সিক টিম, চরম দুর্ভোগ, বাস চলাচল কবে, উঠছে প্রশ্ন

বর্ধমানের সঙ্গে কালনা মহকুমা ও নবদ্বীপের যোগাযোগের অন্যতম মাধ্যম খড়ি নদীর উপর নাদনঘাট সেতু। সেতুটির এমনই বেহাল দশা যে বেশকিছুদিন ধরে বাস-সহ ভারী যানবাহন চলা বন্ধ রয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করল ফরেন্সিক টিম। গুরুত্বপূর্ণ এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজারেরও বেশি বাস ও ভারী যানবাহন চলাচল করে। সেতুটি দুর্বল হওয়ায় ১০ টনের বেশি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। এর ফলে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রী, ব্যবসায়ী-সহ বিভিন্ন পেশার মানুষ। প্রশাসন সূত্রের খবর, কলকাতা থেকে ২টি ফরেন্সিক টিম অত্যাধুনিক মেশিনের সাহায্যে নদীর উপরে থাকা সেতুটির লোহার খাঁচা, সেতুর তলার কাঠামো পরীক্ষা করছে। আশির দশকে তৈরি ২০০ মিটার লম্বা ওই সেতু পরীক্ষার কাজ কবে শেষ হবে, কবে বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল করবে, সেই আলোচনাই ঘোরাফেরা করছে এলাকায়। নবদ্বীপ যাওয়ার জন্য নাদনঘাট সেতুর এক প্রান্তে নেমে পড়তে হচ্ছে। এরপর ছোট গাড়ি ধরে সেতুর অন্য পাড়ে গিয়ে বেশকিছুটা দূরে নওয়াপাড়া মোড়ে গিয়ে বাস ধরতে হচ্ছে। সময়মত বাসও মিলছে না। পূর্ত দপ্তর সূত্রের খবর, সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা থেকে আসা ২টি ফরেন্সিক টিমের মধ্যে একটি কাজ করে চলে গেলেও অন্য টিমটি কাজ করছে। রিপোর্ট জমা দেওয়ার পর সংস্কার প্রক্রিয়া শুরু হবে।
❤ Support Us