Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৯, ২০২৩

অনলাইন প্রতারণার শিকার। প্রায় ১৭ লাখ টাকা খোয়ালেন সুব্রত ভট্টাচার্য

আরম্ভ ওয়েব ডেস্ক
অনলাইন প্রতারণার শিকার। প্রায় ১৭ লাখ টাকা খোয়ালেন সুব্রত ভট্টাচার্য

বড়সড় প্রতারণার শিকার হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ লক্ষ টাকা উধাও। প্রতারমার অভিযোগ জানিয়ে পার্ক স্ট্রিট ও গলফ গ্রিন থানায় এফআইআর দায়ের করেছেন সুব্রত ভট্টাচার্য। পুলিশ ও সাইবার ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে।
বেশ কয়েকদিন আগে সুব্রত ভট্টাচার্যর মোবাইল ফোনে টাকা তোলার বার্তা আসে। সেই বার্তা পেয়েই পার্ক স্ট্রিটে যে বেসরকারী ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট আছে, সেখানে হাজির হন। অ্যাকাউন্ট মিলিয়ে দেখেন প্রায় ১৭ লক্ষ টাকা বিভিন্ন সময়ে তোলা হয়েছে। এরপর তিনি পার্ক স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন। পরে গলফ গ্রিন থানায় এফআইআর দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও সেই লোপাট হওয়া টাকার হদিস পাইনি পুলিশ।

এত টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়ায় রীতিমতো বিধ্বস্ত সুব্রত ভট্টাচার্য। খুবই ভেঙে পড়েছেন। তিনি মনে করছেন, তিনি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার বলেন, ‘‌কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়ে গেল তা বুঝতে পারছি না। থানায় ডায়েরি করেছি। কিন্তু এখনও পুলিশের কাছ থেকে কোনও সুখবর পাইনি। এরকম ধাক্কা খেতে হবে আমি স্বপ্নেও ভাবেনি।’‌‌ তিনি পুলিশের ওপর ভরসা করছেন। সুব্রতর আশা, পুলিশ নিশ্চয়ই তাঁর এই খোয়া যাওয়া টাকা উদ্ধার করে দেবে।

প্রায় ১৬ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সুব্রত ভট্টাচার্য। দীর্ঘদিন তিনি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। ইস্টবেঙ্গলের প্রস্তাব থাকলেও তিনি কখনও সবুজমেরুণ জার্সি ছেড়ে যাননি। তবে ফুটবলার হিসেবে অন্য দলের জার্সি গায়ে না চাপালেও ইস্টবেঙ্গল, চিরাগ ইউনাইটেডে কোচিং করিয়েছেন সুব্রত ভট্টাচার্য। ব্যাঙ্কে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরও কোচিংয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!