Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৯, ২০২৪

পুরনো দলে ফিরতে চান প্রণব-পুত্র, প্রদেশ কংগ্রেসের সবুজ সংকেতের অপেক্ষায় অভিজিৎ

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরনো দলে ফিরতে চান প্রণব-পুত্র, প্রদেশ কংগ্রেসের সবুজ সংকেতের অপেক্ষায় অভিজিৎ

বাংলার কংগ্রেসকে যতই দূরবীন যন্ত্রে খুঁজতে হোক, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখপাধ্যায়ের পুত্র আবার ফিরতে চান তাঁর পুরনো দলেই। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় ফিরে যেতে চান তাঁর পুরনো ‘গ্র্যান্ড ওল্ড পার্টিতে’।
প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি রূপে মনোনীত হওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া আসন জঙ্গিপুরে উপনির্বাচনে জিতে কংগ্রেসের টিকিটে সাংসদ হন অভিজিৎ। ২০১৪ সালেও একই কেন্দ্র থেকে আবার নির্বাচিত হন । তবে ধাক্কা খান ২০১৯ এ। সেবার তৃণমূলের প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর রাজনীতির মঞ্চ থেকে নিজেকে গুঁটিয়ে নেন। ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তবে সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দল তাঁকে সেভাবে ব্যবহারই করেনি। লোকসভা বা বিধানসভা কোথাও প্রার্থী রূপে মনোনীত হন নি তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি তাঁর মনের কথা জানিয়েছেন । দলে যে তাঁর অবস্থান সেরকম উল্লেখযোগ্য নয়, তা স্পষ্ট করে দিয়ে তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর অনুগামীরা সবাই পুরনো দলে আবার ফিরতে চান। কারণ যেভাবে একের পর এক দুর্নীতির তীরে ঘাসফুল শিবির বিদ্ধ হচ্ছে, তাতে তৃণমূলে থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয়।
একটি সূত্র দাবি করেছে যে , প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র ইতিমধ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর পরিবারের মধ্যে একমাত্র প্রণবকন্যা শর্মিষ্ঠা তৃণমূলের সঙ্গে ছিলেন। বর্তমানে তিনিও দলের সঙ্গে দুরত্ব বাড়িয়েছেন। ফলে পুরনো দলে ফেরার ক্ষেত্রে অভিজিৎ মুখোপাধ্যায়ের পরিবারের তরফে খুব একটা আপত্তি থাকার কথা নয়। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বাধ সাধে কিনা সেটাই প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!