- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২১, ২০২৩
মণিপুরে আবারও সহিংসতা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বহু আহত

মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল সহ মণিপুর উপত্যকার কিছু অংশে আবারও সহিংসতা বেড়েছে। উপত্যকার একাধিক এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ফলে বহু বিক্ষোভকারী পুলিশের লাঠির আঘাতে কাঁদানে গ্যাসে আহত হয়েছে।
১৬ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর পোশাক পরা এবং অত্যাধুনিক অস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তারের পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
এই বিক্ষোভকে কেন্দ্র করে আবার মণিপুরের উপত্যকা এলাকায় সহিংসতার ঘটনা শুরু হয়। নিরাপত্তা বাহিনীর পোশাক পরা ও অস্ত্র সহ ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্থানীয়রা মঙ্গলবার থেকে উপত্যকায় ৪৮ ঘন্টার বনধ ডাকে। সোমবার ছিল অঘোষিত ধর্মঘট।
বৃহস্পতিবার বিকেলে, মহিলা বিক্ষোভকারীরা বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপত্যকার পাঁচটি জেলার জুড়ে থানার সামনে মিছিল করেছে। তাদের দাবি ছিল, হয় বন্দিদের মুক্তি দিতে হবে না হলে তাদের গ্রেপ্তার করতে হবে।
বেশ কিছু জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা রক্ষীদের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ শেষ পর্যন্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
সিনজামেই থানার বাইরে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, জনতাকে ছত্রভঙ্গ করতে এখানে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। আর ফলে তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
ক্রমবর্ধমান আইনশৃংখলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার জন্য রাজ্য প্রশাসন কারফিউ শিথিল করার আদেশ প্রত্যাহার করে এবং বড় জমায়েত নিষিদ্ধ করে নিষেধাজ্ঞামূলক আদেশ পুনরায় জারি করেছে।
মণিপুর গত মে মাসের ৩ তারিখ থেকে জাতিগত সহিংসতার সাক্ষী, জাতিগত হিংসায় এখনও পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে সরকারি হিসেবে বলছে।
❤ Support Us