- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২১, ২০২৩
এনআইএ-’র ওয়ান্টেড লিস্ট প্রকাশের দিনই কানাডায় গ্যাং ওয়ারে নিহত খালিস্তানি সন্ত্রাসবাদী সুখদল সিং

এ যেন রহস্য-রোমাঞ্চ কাহিনী ! বুধবারই এনআইএ ওয়ান্টেড লিস্ট প্রকাশ করেছিল। আর সেই বুধবার রাতেই কানাডায় প্রাণ গেল সেই তালিকায় নাম থাকা এক খালিস্তানির। “গ্যাং ওয়ারে” সুখদল সিং ওরফে সুখা দুনেকের মৃত্যু হয়েছে বলে সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেছে। ঠিক একইভাবে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরেরও মৃত্যু হয়েছিল কানাডায়। যার নেপথ্যে ভারতীয়দের হাত রয়েছে বলে দাবি করেছেন কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ইস্যুতে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এবার উভয় দেশের সম্পর্কের টানাপড়েনের এর মাঝে কানাডায় আরও এক খলিস্তানির মৃত্যু হল, যা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
সূত্রের মাধ্যমে জানা গেছে, পাঞ্জাবের মোগা জেলার দাভিন্দর বাম্বভিয়া মাফিয়া গ্যাংয়ের সদস্য ছিল সুখদল সিং ওরফে সুখা দুনেকে। একাধিক অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছিল। ২০১৭ সালে পাসপোর্ট জাল করে দেশ ছেড়ে কানাডা পালিয়েছিল এই সুখদল সিং, এমনটাই অভিযোগ। তারপর থেকেই সুখদল কানাডায় থাকত। সূত্রের খবর, বুধবার গ্যাং ওয়ারে প্রাণ যায় এই সুখদল-এর। গত ১৯ জুন গ্যাং ওয়ারে ‘খুন’ হয়েছিল নিজ্জর। তার দেহ ঝাঁজরা করে দিয়েছিল ১৫টি বুলেট। একই কায়দায় সুখার মৃত্যু হওয়ায় রহস্য দানা বেঁধেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ সিং নিজ্জরের হত্যা প্রসঙ্গে খালিস্তানিদের দাবিতে সায় দিয়েছেন। সোমবারই ট্রুডো জানিয়েছিলেন, কানাডার নাগরিক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের হাত থাকতে পারে বলেই তদন্তকারীদের অনুমান। সেদেশের খলিস্তানিদের অভিযোগে কার্যত সিলমোহর দিয়ে কানাডায় নিযুক্ত এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে নির্বাসিত করেছে ট্রুডোর মন্ত্রিসভা। যা নিয়ে ভারত-কানাডার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। স্থগিত হয়েছে উভয় দেশের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহের বৈঠক।
এর মাঝেই ভারত ছেড়ে পালানো খালিস্তানি জঙ্গি এবং গ্যাংস্টারদের তালিকা বুধবার প্রকাশ করে এনআইএ। দিল্লির দাবি, এই জঙ্গিরা কানাডায় গিয়ে আশ্রয় নিয়েছে। ভারত সরকার বারবার অনুরোধ করলেও ব্যবস্থা নিচ্ছে না ট্রুডো সরকার। এনআইএ-র তরফে বুধবার এক্স হ্যান্ডলে ‘মোস্ট ওয়ান্টেড’ ৪৩ জন জঙ্গি ও গ্যাংস্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় সুখদল সিং ওরফে সুখা দুনেকের নামও রয়েছে।
এখন দেখার সুখদল সিং -এর হত্যার পর জাস্টিন ট্রুডো কি মন্তব্য করেন !
❤ Support Us