- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ২০, ২০২৪
অব্যহতি চান রাজ। ৩০ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সভাপতি হতে পারেন গৌতম ঘোষ

৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সভাপতির পদে আর থাকছেন না রাজ চক্রবর্তী। গত বছরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। সেবার তা মঞ্জুর না হলেও এবারে আর তাঁর আবেদন ফেলতে পারেননি মুখ্যমন্ত্রী। সংবাদ মধ্যমকে রাজ চক্রবর্তী বলেছেন , একটানা পাঁচ বছর এই দায়িত্ব সামলেছেন তিনি। এবার একটু অব্যাহতি চান। তিনি জানিয়েছেন, আমি ছাড়া আরও অনেকে রয়েছেন, ‘যাঁরা এই উৎসব আরও সফল করতে পারবেন। তাঁদেরও সুযোগ পাওয়া উচিত। ক্ষমতা কুক্ষিগত করায় বিশ্বাসী নই।’
এবারের চলচ্চিত্র উৎসব অনেক বেশি জাঁকজমকপূর্ণ হওয়ার ঘোষণা আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে রাজের জায়গায় বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষের নাম উঠে আসছে। সূত্র মারফত জানা গেছে, সে প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, তবে আনুষ্ঠানিক কোনো নাম প্রকাশ করেননি তিনি। ২০১৯ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবের ফিল্ম সিলেকশন কমিটির চেয়ারপার্সনের দায়িত্বে ছিলেন গৌতম ঘোষ ।এই উৎসবের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কার্যকারী ভূমিকাও পালন করেছেন তিনি।গৌতম ঘোষ এই মুহূর্তে তাঁর আগামী ছবির প্রচারে রোমে রয়েছেন।
চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যে বিগ বি অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুম্বইয়ে অনন্ত আম্বানির বিবাহ বাসরে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানেই বলিউড শাহেনশা-কে আমন্ত্রণ জানান মমতা। গত বছর শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রীর সোজাসুজি আব্দার, ‘ আপনি কবিতা বলবেন। আমরা সবাই শুনতে চাই। কিন্তু আপনার উপস্থিতি একান্ত কাম্য।’
৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২৪ শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর।
❤ Support Us