Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৯, ২০২৩

প্রথম মহিলা হিসেবে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব পাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম মহিলা হিসেবে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব পাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব

পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব পাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। তিনি ‘‌চার্জে ডি অ্যাফেয়ার্স’‌ হিসেবে নিযুক্ত হচ্ছেন। ভারতের ইতিহাসে এই প্রথম কোনও মহিলাকে এই পদে নিযুক্ত করা হচ্ছে।  তিনি ডাঃ এম সুরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন। সুরেশ কুমার সম্ভবত দিল্লিতে ফিরে আসবেন।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কোনও হাইকমিশনার নেই। কমনওয়েলথ দেশগুলির মধ্যে কূটনৈতিক মিশনগুলিকে হাইকমিশন বলা হয়। আর যে দেশগুলি কমনওয়েলথের অন্তর্ভূক্ত নয়, সেই দেশগুলির কূটনৈতিক মিশনগুলিকে দূতাবাস বলা হয়। ইসলামাবাদ এবং দিল্লিতে ভারতীয় ও পাকিস্তানি মিশনগুলি ২০১৯ সালের আগস্ট থেকে হাইকমিশনার ছাড়াই রয়েছে এবং তাদের নিজ নিজ চার্জে ডি অ্যাফেয়ার্সের নেতৃত্বে রয়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরে পাকিস্তান হাই কমিশনের মর্যাদা হ্রাস করার আগে অজয় বিসারিয়া ইসলামাবাদে শেষ ভারতীয় হাইকমিশনার ছিলেন।
বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্দো–প্যাসিফিক বিভাগে যুগ্ম–সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন গীতিকা শ্রীবাস্তব। তিনি ভারতীয় ফরেন সার্ভিসের ২০০৫ ব্যাচের একজন কর্মকর্তা। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। তার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয় পাকিস্তানের। দীর্ঘ সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে ছিন্নই ছিল।
এর আগে পুলওয়ামা হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক অবনতি ঘটে থাকে। তবে দুই দেশই হাইকমিশন বন্ধ  না করলেও কোনও দেশই হাইকমিশনার নিযুক্ত করেনি। এই আবহে এবার পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের প্রধান হিসেবে এক মহিলা আধিকারিককে পাঠাচ্ছে ভারত। গীতিকা খুব তাড়াতানিই ইসলামাাদে গিয়ে হাইকমিশনের চার্জ দে অ্যাফয়ার্সের দায়িত্ব গ্রহণ করবেন। পাকিস্তানও দিল্লিতে নতুন চার্জ দে আফেয়ার্স পাঠাচ্ছে। এই দায়িত্বে আসছেন সাদ ওয়ারিচ। বর্তমানে তিনি পাকিস্তান বিদেশ মন্ত্রকের আফগানিস্তান, ইরান এবং তুরস্ক ডেস্কের ডিরেক্টর পদে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!