Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৮, ২০২৩

ডিএ-র চাইতে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের অগ্রাধিকার। খড়দার অনুষ্ঠানে বললেন, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিএ-র চাইতে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের অগ্রাধিকার। খড়দার অনুষ্ঠানে বললেন, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি খড়দার একটি অনুষ্ঠানে এসে বলেন সরকারী কর্মচারীদের দাবিমতো যদি ডিএ দিতে হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী  সহ বিভিন্ন সামাজিক প্রকল্প বন্ধ হয়ে যাবে, সেটা কি আপনারা চান?

উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া “দিদির সুরক্ষা” কর্মসূচিতে যোগ দিতে এসে শোভন দেব চট্টোপাধ্যায় এই মন্তব্য করেছেন। শোভন দেব চট্টোপাধ্যায় ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছেন, “এই ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে।স্বাস্থ্য সাথীর কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে কন্যাশ্রীর টাকা। তাই আপনি বাড়ি গিয়ে বুকে হাত রেখে ভাববেন, শোভন দেব বাবু যে কথাটা বললেন, যে গরিবের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন, নাকি যে লোকটা ইতিমধ্যেই পাচ্ছেন তাঁকে আরও একটু বেশি পয়সা দেবেন। কোনটা ঠিক সেটা আপনারা বিচার করে নেবেন।”
যে লোকটা একটু বেশি পাচ্ছে বলতে শোভনদেববাবু  যে ডিএ-র দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারী কর্মচারীদেরই বুঝিয়েছেন সেটা স্পষ্ট।

এর আগেও আমরা দেখেছি, কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ঠিক একই ভাবে ডিএ আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে বলেছেন, যে বেশি পাচ্ছে তাঁকে আরও বেশি দেব? নাকি যে কিছু পাচ্ছে না তাঁকে দেব? কোনটা চান?  আমি তো মনে করি যাঁর কিছু নেই তাঁকে দেওয়াটাই আগে দরকার।
শোভনদেব চট্টোপাধ্যায়ের গলাতেও ফিরহাদ হাকিমের বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল।

খড়দার এই অনুষ্ঠান থেকে শোভনদেব চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, “আমার গাড়ির পাশে কিছু সিপিএম চোর চোর বলল। তাতে আমি চোর হয়ে গেলাম? আমাকে যেদিন কেউ চোর প্রমাণ করতে পারবে সেদিন আমি সকলের আগে দল ছেড়ে দেবো আমাকে কারো বলতে হবে না। আমার দুটো ছেলে, একটা ছেলে যদি সঙ্গদোষে নষ্ট হয়ে যায় তাহলে গোটা পরিবারটা খারাপ হয়ে যায় না।”

এরপর তিনি নিয়োগ দুর্নীতি ইস্যুতে সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “আসুক সিপিএমের কে আছে আমার সামনে, আমি প্রমাণ করে দেব কত অধ্যাপকের চাকরি ওরা দিয়েছে। সিপিএম হচ্ছে চালাক চোর। যাকে চাকরি দিয়েছে তাঁর টাকা বেতন পাওয়ার আগেই পার্টি অফিস থেকে কেটে নিয়ে নিয়েছে। দেখতে গেলে আমাদের লোকেদের থেকে ওরা বেশি টাকা নিয়েছে।”
এরপর শোভনদেববাবু বলেন, “আমাদের লোক গুলো যারা চুরি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করতে সাহস না করে।”
শোভনদেববাবু তাহলে কি স্বীকার করে নিলেন তাঁর দলের লোকেরা চুরি করেছেন এবং রাজ্যের কোষাগারে সামাজিক প্রকল্প করার পরে আর পর্যাপ্ত টাকা নেই বলেই সরকারি কর্মচারীদের দাবিমতো ডিএ দেওয়া যাচ্ছে না? খড়দার সভা থেকে শোভনদেব চট্টোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু এই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠছে বলেই রাজনৈতিক অভিজ্ঞ মহলের বক্তব্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!