Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৩, ২০২৩

বিশ্ব ক্ষুধা সূচকে আরও অবনমন ভারতের ! পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকার থেকে পিছিয়ে ভারত, বিরোধীদের নিশানায় মোদির সরকার, রিপোর্ট মানতে নারাজ মোদির সরকার !

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ব ক্ষুধা সূচকে আরও অবনমন ভারতের ! পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকার থেকে পিছিয়ে ভারত, বিরোধীদের নিশানায় মোদির সরকার, রিপোর্ট মানতে নারাজ মোদির সরকার !

২০২৩-এর বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ১১১।  ২০২২ সালে “গ্লোবাল হাংগার ইনডেক্স”-এ ভারত ছিল ১০৭ নম্বরে। এ বছর আরও চার ধাপ পিছিয়ে গেল মোদির ভারত। ১২১ টি দেশের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল, তাতে ভারতের প্রাপ্ত নম্বর ২৮.৭। ভারতকে টপকে গিয়েছে প্রতিবেশী রাজ্য পাকিস্তান । বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তানের স্থান ১০২ নম্বরে, বাংলাদেশ ৮১ নম্বরে, নেপাল ৬৯ নম্বরে এবং শ্রীলঙ্কার ৬০ নম্বরে। তবে এই রিপোর্ট নিয়ে নরেন্দ্র মোদির সরকারকে বিরোধীরা বিধলেও, কেন্দ্র এই রিপোর্ট মানতে নারাজ।

বৃহস্পতিবার প্রকাশিত এই “জিএইচআই” বা গ্লোবাল হাংগার ইনডেক্স-এর দেশভিত্তিক ফলাফলে আরও দেখা গিয়েছে যে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ভারতেই “চাইল্ড ওয়েস্টিং” বা  শিশুদের উচ্চতার তুলনায় কম ওজন এর হারও বিশ্বের সব দেশের মধ্যে সর্বাধিক। এই হার ১৮.৭ শতাংশ। এর থেকেই বোঝা যাচ্ছে, ভারতের  শিশুদের অপুষ্টির হার কতটা মারাত্মক ভাবে নেমে গেছে। এছাড়াও ফলাফল আরও বলছে, ভারতে অপুষ্টির হার ১৬.৬ শতাংশ। ১৫ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে রক্তাল্পতার সমস্যা ৫৮.১ শতাংশ ক্ষেত্রেই বিদ্যমান।

আশ্চর্য জনকভাবে ‘জিএইচআই’-এর এই ‘হাংগার স্কোর’ পত্রপাঠ খারিজ করে দিয়েছে নয়াদিল্লি বা নরেন্দ্র মোদির সরকার। দেশের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দাবি করেছে, এই নির্ধারণ সঠিক নয়। এই নির্ধারণে গুরুতর পদ্ধতিগত ত্রুটি রয়েছে। মন্ত্রকের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, সেই অনুসারে শিশু-স্বাস্থ্যের অবস্থা কেমন, তা গণনার জন্য চারটি মাপকাঠির মধ্যে যে তিনটির ব্যবহার করা হয়েছে, তা দিয়ে কখনও গোটা দেশের মানুষের ক্ষুধাসূচক নির্ণয় করা যায় না। মাত্র ৩,০০০ জন শিশুর উপর সমীক্ষা চালানো হয়েছিল। এই সূচকগুলির জন্য ব্যবহৃত তথ্য ইউনিসেফ, বিশ্ব ব্যাঙ্ক, খাদ্য ও কৃষি সংস্থা-সহ রাষ্ট্রসংঘের বিভিন্ন রিপোর্ট এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থা থেকে নেওয়া হয়েছে।

তবে এই  বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্টের উপর ভিত্তি করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতারা। মূলত চারটি বিষয়ের উপর ভিত্তি করে এই বিশ্ব ক্ষুধা সূচক স্কোর তৈরি করা হয়। এর মধ্যে অন্যতম নির্ধারক মাপকাঠি হল অপুষ্টি, শিশু স্টান্টিং, শিশু অপচয় ও শিশু মৃত্যু। শিশু স্টান্টিং বলতে বোঝায়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের তাদের বয়সের তুলনায় কম উচ্চতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!