- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ৩০, ২০২৩
করে ফাঁকি দিয়ে আইনি জটিলতা, হতে পারে হাজতবাস, বেকায়দায় শাকিরা
স্প্যানিশ পপ তারকা শাকিরার ১১ বছরের সম্পর্ক ভেঙেছে ২০২২ সালে, তাঁর সঙ্গে সম্পর্ক ছিল ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। এই বিচ্ছেদ নিয়ে এখনও যথেষ্ট মর্মাহত এই স্প্যানিশ তারকা। তবে তার মধ্যেই তাঁর সামনে নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে কর ফাঁকি দেওয়ার কারণে আইনি জটিলতার। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং “ওয়াকা ওয়াকা” খ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা এর ফলে এখন খুবই অস্বস্তিতে রয়েছেন।
সূত্র মারফত জানা গেছে যে, বেশ কয়েক বছর ধরে এই বিখ্যাত পপ তারকা কর ফাঁকি দিয়ে চলেছেন, যার জন্য তাঁকে খেসারত দিতে হবে।
জনপ্রিয় স্প্যানিশ পপ তারকাকে কর ফাঁকি দেওয়ার জন্য জরিমানা দিতে হবে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ইউরো। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য দাঁড়াচ্ছে প্রায় ২১৮ কোটি টাকা। তবে শুধু জরিমানা দিলেই রেহাই পাবেন না শাকিরা। সম্ভবত কর ফাঁকি দেওয়ার জন্য তাঁর হাজতবাস করতে হবে।
স্প্যানিশ সরকার জানিয়েছে, ২০১৮ সালে এই অংকের টাকা কর হিসাবে সরকারের ঘরে দেওয়ার কথা ছিল এই পপ তারকা শাকিরার। প্রায় পাঁচ বছর ধরে তিনি স্প্যানিশ সরকারকে কোনরকম কর দেননি। সেই কারণে শাকিরার বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে এক প্রকার বাধ্য হয়েছে স্পেনের সরকার।
এখানেই শেষ নয়, তিনি যে শুধুমাত্র কর ফাঁকি দিয়েছেন তাই নয়, তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো একটি সংস্থার নাম করে এই কর না দেওয়ার চেষ্টা করেছেন। বার্সেলোনার স্প্যানিশ কর্তৃপক্ষ মায়ামিতে শাকিরার আইনি সহকারীদের কাছে তারকার বিরুদ্ধে ওঠা কর ফাঁকি দেওয়ার অভিযোগ সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছুই জানিয়েছে।
স্পেন সরকারের হিসাব বলছে, ২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন শাকিরা। সেই আইনি ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। স্প্যানিশ আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটান সেক্ষেত্রে বসবাসকারীদের কর দিতে হয়। যখন তাঁর ফুটবলার পিকের সঙ্গে সম্পর্ক ছিল, তখন শাকিরা বেশিরভাগ সময় থাকতেন বার্সেলোনায়। কিন্তু পরে সম্পর্ক ভেঙে যেতে তিনি মায়ামিতে চলে যান। তবে শাকিরার স্থায়ী বাড়ি রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামাতে।
বার্সেলোনার আইনজীবী এই বিষয়ে আদালতে আবেদন করেছেন এই অভিযোগে শাকিরার জেল চেয়ে। তথ্য অনুযায়ী তিনি বিশাল অংকের কর ফাঁকি দিয়েছেন, তাই তাঁর প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা ওই দেশের আইনে। আবার আইনজীবীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে শাকিরার জনসংযোগ টিম জানিয়েছে, শাকিরা যে পরিমাণ কর দেননি তা ইতিমধ্যেই তিনি মিটিয়ে দিয়েছেন এবং পাশাপাশি সুদও দিয়েছেন। তাঁদের দেশের আইনের উপর আস্থা রয়েছে। সরকার আইন মোতাবেক চলবে বলেই তাঁরা মনে করেন।
২০১০ সাল ছিল বিশ্বকাপ থিম সং এর স্বর্ণযুগ। বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে ভক্তদের প্রত্যাশার মাত্রা আকাশচুম্বী করেছিলেন এই কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ গানটি এখনো অনেকের কাছেই বিশ্বকাপের সেরা থিম সং। তবে সেই বিখ্যাত পপ তারকা এখন স্বস্তিতে নেই।
❤ Support Us