- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৩, ২০২৩
সাক্ষীদের পাশে দাঁড়িয়ে এবার পদ্মশ্রী ফেরালেন বীরেন্দ্র সিং, পাশে বিজেন্দরও
বৃহস্পতিবার ছিল ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। নির্বাচনে জিতে আবার ক্ষমতায় এসেছেন ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠরা। সভাপতি হয়েছেন সঞ্জয় সিং। নির্বাচনের পর থেকেই ভারতীয় কুস্তিতে আবার বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্রিজভূষণের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হতেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগীর সাক্ষী মালিক। পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন বজরং পুনিয়া। এবার বজরংয়ের পথে হাঁটলেন আরও এক কুস্তিগীর বীরেন্দ্র সিং। প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে তিনিও পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মূক ও বধিরদের কুস্তিতে আন্তর্জাতিক মঞ্চে বহু খেতাব জিতেছেন বীরেন্দ্র সিং। ২০১৭ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। সোশ্যাল মিডিয়ায় এই কুস্তিগীর ঘোষণা করেছেন, ‘আমার বোন, দেশের মেয়েদের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্যও আমি পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দেব। আমি দেশের মেয়ে এবং বোন সাক্ষী মালিককে নিয়ে গর্বিত। দেশের শীর্ষ খেলোয়াড়দেরও অনুরোধ করব এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য।’ নিজেকে ‘গুঙ্গা পাহলওয়ান’ হিসেবে পরিচয় দিয়ে শচীন তেন্ডুলকার এবং নীরজ চোপড়াকে ‘এক্স’ হ্যান্ডেলে ট্যাগ করেছেন বীরেন্দ্র সিং।
এর আগে বজরং পুনিয়া পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দিয়েছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় মধ্য দিল্লির নরেন্দ্র মোদির বাসভবনের কাছে পৌঁছে যান। কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকতে বাধা দেওয়ায় ফুটপাতেই পদ্মশ্রী পদক ও শংসাপত্র রেখে চলে আসেন। পরে তা পুলিশ তুলে নেয়। বজরং সাংবাদিকদের বলেন, ‘যখন মহিলা কুস্তিগীরদের যথাযথ সম্মান দেওয়া হয় না, তখন আমিও এই সম্মানের যোগ্য নই। আমরা ৪০ দিন ধরে রাস্তায় ছিলাম, কিন্তু সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, একজন ব্যক্তির বিরুদ্ধে। আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। কিন্তু যা ঘটছে তাতে আমি সিস্টেমে বিশ্বাস রাখতে পারছি না।’
অলিম্পিক পদকজয়ী ভারতের প্রথম বক্সার বিজেন্দর সিংও সাক্ষী মালিকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘একজন অলিম্পিক পদক বিজয়ী যদি বিচার না পান, তাহলে অন্য মেয়েরা কীভাবে পাবে? এই নিয়ে মেয়েদের পিতামাতারা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি সকলেরই এসে উত্তর দেওয়া উচিত, কেন এটি ঘটেছে? বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামোর বিষয়ে এটি অনেক প্রশ্ন উত্থাপন করেছে।’
শুক্রবার রাতে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি পাশে থাকার বার্তা দেন প্রতিবাদীদের। এই ইস্যুতে বজরংদের পাল্টা তোপ দাগলেন ব্রিজভূষণ। তিনি জানিয়েছেন, ‘বজরং, সাক্ষীদের প্রতিবাদের রাস্তায় বেশিরভাগ কুস্তিগীরই নেই। ওঁরা কংগ্রেসের কোলে বসে আন্দোলন করছে। সেটিকে কেউ ভালভাবে নিচ্ছে না।’
❤ Support Us