Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১২, ২০২৪

উপনির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন। চলছে নাকা চেকিং

আরম্ভ ওয়েব ডেস্ক
উপনির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন। চলছে নাকা চেকিং

রাত পোহালেই রাজ্যের ৬ বিধানসভার উপনির্বাচন।। মঙ্গলবার সকালেই  যেখানে ডিসি, আরসি সেন্টার করা হয়েছে সেখানে ভোটকর্মীরা পৌঁছে যান। উপনির্বাচনে উত্তর ২৪ পরগনার হাড়োয়া  বিধানসভা কেন্দ্রে ২৭৯ টা বুথে ভোট নেওয়া হবে। বিধানসভা কেন্দ্র হাড়োয়া হলেও এই কেন্দ্রের অধিকাংশটাই পড়ছে বারাসত ২ এবং দেগঙ্গা ব্লকের মধ্যে। ২ টি ব্লকই বারাসত সদর মহকুমার অন্তর্গত। বারাসত ২ ব্লকের কীর্তিপুর ১, ২, শাসন, দাদপুর, ফলতি বেলেঘাটা পঞ্চায়েতের ১১৫ টা বুথ এবং দেগঙ্গা  ব্লকের দেগঙ্গা ১ , ২ , চাঁপাতলা, হাদিপুর–‌ঝিকরা ২ পঞ্চায়েতের ৭৭ টা বুথ রয়েছে। আর নোডাল ব্লক হাড়োয়ার মধ্যে হাড়োয়া, গোপালপুর ১ , ২ , খাসবালান্দা এই ৪ টি পঞ্চায়েতের ৮৭ টা বুথ রয়েছে।  এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ১০৩। হাড়োয়ার ২৭৯ টা বুথে ১১১৬ ভোট কর্মী রয়েছেন। কেন্দ্রীয় বাহিনী ১৫ কোম্পানি মোতায়েন করা হয়েছে। এদিন হাড়োয়া পিজি হাই স্কুল থেকে ভোট কর্মীরা ইভিএম সহ ভোট গ্রহনের সামগ্রী নিয়ে বিকেলের মধ্যেই বুথে পৌঁছে যান। এদিকে হাড়োয়া ভোটে যাতে কোন অশান্তি না হয় সে জন্য রাজ্যপুলিশও বিশেষ সতর্কতা নিয়েছে। টাকি রোড, কাঁচকল রোড, হাড়োয়া সেতুর ওপর নাকা চেকিং চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!