Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

তাঁর অন্দরমহলে “বাইলেন্স”, তাই কেন্দ্রীয় বাহিনী ! নাম না করে রাজ্যের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুললেন সি ভি আনন্দ বোস !

আরম্ভ ওয়েব ডেস্ক
তাঁর অন্দরমহলে “বাইলেন্স”, তাই কেন্দ্রীয় বাহিনী ! নাম না করে রাজ্যের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুললেন সি ভি আনন্দ বোস !

শনিবার বিকেলে রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠিত হল। রাজ্যপালই সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে ছিলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ছিলেন বিধানসভার শাসক দলের উপমুখ্য সচেতক তাপস রায়। শপথগ্রহন  অনুষ্ঠান শেষে রাজ্যপাল নিজেই  সংবাদমাধ্যমের দিকে এগিয়ে আসেন। নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে নজরদারির অভিযোগ আনলেন তিনি। আমরা দেখেছি, রাজভবনের অন্দরমহলে নজরদারির অভিযোগে কলকাতা পুলিশকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই। এবার নিজেই রাজভবনে রাজ্যের বিরুদ্ধে নামোল্লেখ না করে নজরদারির গুরুতর অভিযোগ আনলেন।

রাজ্যপাল বলেন, ‘‘আউটসাইড রাজভবন দেয়ার ইজ ভায়োলেন্স। ইনসাইড রাজভবন ইজ ইন বাই-লেন্স।’’ আনন্দ বোসের এমন বুদ্ধিপূর্ণ  মন্তব্যে কারও বুঝতে অসুবিধা হয়নি যে, রাজভবনের নিশানা একেবারে নবান্নের দিকেই। গত বৃহস্পতিবার রাজ্যপালের দফতর ও বসবাসের জায়গার নিরাপত্তার দায়িত্ব থেকে কলকাতা পুলিশকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তবে রাজভবন চত্বর ও রাজভবনের নীচের অংশের দায়িত্ব এখনও কলকাতা পুলিশই পালন করছে।
এদিন রাজ্যপালকে প্রশ্ন করা হয়েছিল, রাজভবনের অন্দরমহল থেকে কলকাতা পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব কেন তুলে দেওয়া হয়েছে? এই  প্রশ্নের উত্তরে খুব অল্প কথায় মোক্ষম জবাব দেন রাজ্যপাল। তিনি নাম না করে বুঝিয়ে দেন, তাঁর অন্দরমহলে রাজ্য সরকারের নজরদারি চলছে এবং সেটা তিনি বুঝতে পেরেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন কালক্ষেপ না করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!