শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এবার বড় গাছ কেটে ফেলার অভিযোগ পেয়ে কনভায় নিয়ে বালিগঞ্জ ছুটলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ, বালিগঞ্জে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল। সেই খবর তাঁর কাছে পৌঁছতেই কনভয় নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছলেন স্বয়ং রাজ্যপাল। এখন প্রশ্ন রাজ্যের কোন কাজে তাঁর ভূমিকা নেই তা নিয়ে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, গণনার দিল গোলমাল সেখানেও দৌড়ে গেছেন সি ভি আনন্দ বোস। তা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কম সংঘাত হয়নি তাঁর। তার পর এখনও চলছে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এখনও নিরসন হয়নি। এখন গভীর রাতের চিঠির রহস্য এখনও উন্মোচিত হয়নি। তার ওপর এবার কী রাজ্যপাল-মেয়র সংঘাত শুরু হতে চলেছে? কেন না বেআইনি গাছ কাটা, বেআইনি প্রমোটারি সবকিছু দেখার দায়িত্ব কলকাতা পুরসভার, সেটাই ভাবনা।
মঙ্গলবার সকালে বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে গাছ কাটার অভিযোগ পেয়ে একেবারে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে যান সি ভি আনন্দ বোস। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। জানতে পারেন, ওই এলাকার দীর্ঘদিনের একটি পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। সম্ভবত, প্রমোটিং হচ্ছে সেখানে। অনুমান করা হচ্ছে সেই কারণেই গাছ কাটা হয়েছে। এরপর জানা যায়, ওই পিপুল গাছের স্মরণে রাজভবনে রাজ্যপাল একশোটি পিপুল চারা রোপণ করবেন।
এখন দেখার ১২ নম্বর রোনাল্ড রোডে পিপুল গাছ টাকার কারণ জাানতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে রাজ্যপাল ডাকেন কি না!
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34