শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের চূড়ান্ত পর্বে রণে কিছুটা ভঙ্গ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার তিনি বললেন, “জুনিয়র অ্যাপয়েন্টির কথায় কোনও উত্তর দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল স্পেন যাচ্ছেন। তাঁকে নতুন করে কোনও উদ্বেগ দিতে চাই না। তিনি বিদেশ থেকে ফিরুন, তার পর তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলব।”
রাজ্যপালকে ব্রাত্য বসুর “ভ্যাম্পায়ার” বলার পাল্টা সোমবার ব্রাত্যকে “জুনিয়র অ্যাপয়েন্টি” বলে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিকে শনিবার রাজ্যপাল রাতে রাজ্যপাল নবান্ন ও দিল্লিতে যে দুটি চিঠি দিয়েছেন তার সারমর্ম হিসেবে রাজ্যপাল জানিয়েছেন, “জেক চিঠি দেওয়া হয়েছে তিনিই চিঠির জবাব দেবেন।” রাজ্যপাল কিন্তু এখনও শনিবার রাতের চিঠির বিষয় কোনও কিছুই বললেন না রাজ্যপাল। পাল্টা তিনি বললেন নিয়ম মেনে, যোগ্য ব্যক্তিদের তিনি অন্তর্বর্তী উপাচার্য করেছেন। এতে কোনও ভুল নেই।
এদিকে রাজ্যপালকে এর আগেই আক্রমণ করে ব্রাত্য , তিনি যে ভাবে রাজ্যের উচ্চশিক্ষার ধরণকে ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছেন, কাদের নির্দেশে দিচ্ছেন বুঝে নিন। তিনি যাঁদের উপাচার্য করেছেন তার কোনও ফাইল রাজ্যের কাছে আসেনি। তাই তাঁকে কখনও আলাউদ্দিন খলজি কখনও মোহম্মদ বিন তুঘলক মনে হচ্ছে। রাজ্যপাল নিজেই বিচারক, নিজেই ফাঁসুড়ে।
এদিকে সোমবার সি ভি আনন্দ বোস বলেন, “যা গোপনীয় তা গোপনই থাকে। সেটা যাকে দেওয়া হয়েছে তিনিই তাঁর জবাব দেবেন। আমার সহকর্মী বিদেশ যাচ্ছেন। তাই কোনও গোপন বিষয় নিয়ে আলোচনা করার এটা সময় নয়। চিঠি যাঁকে দেওয়া হয়েছে তিনিই জবাব দেবেন। আমাকে রাজ্যের তরফে যে ৮টা ফাইল দেওয়া হয়েছিল তার সবকটা আমি ফিরিয়ে দিয়েছি।”
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34