- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ২, ২০২৩
উপাচার্য নিয়োগ ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল, “আলোচনা মানেই মান্যতা নয়”

উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাতে এবার মুখ খুললেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তাতেই নবান্ন-রাজভবন সংঘাত আরও বাড়ল।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার টুইট করে জানিয়েছিলেন, রাজ্যপাল উপাচার্য নিয়োগের নিয়মের বাইরে গিয়ে ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন। এই নিয়ে রাজ্য আইনি পদক্ষেপ করবে। আর উপাচার্যদের বলেছিলেন সসম্মানে পদত্যাগ করতে।
যদিও শিক্ষামন্ত্রীর নির্দেশকে মান্যতা না দিয়ে শুক্রবার দেখা যায় যে, একাধিক বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দিয়েছেন নবনিযুক্ত অস্থায়ী উপাচার্যরা।
শিক্ষামন্ত্রীর ‘অসন্তোষ’ সম্পর্কে শুক্রবার রাজ্যপালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে উত্তরে উপাচার্য সি ভি আনন্দ বোস স্পষ্ট বলেন, “আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়।”
এই প্রসঙ্গে রাজভবনের তরফে জানা গিয়েছে, উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। রাজ্যপাল কোনওরকম আলোচনা করেননি বলে যে অভিযোগ শিক্ষামন্ত্রী করছেন তা নয়।
প্রসঙ্গত, ১ জুন রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাজের মেয়াদ শেষ হয়। এই বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত উপাচার্যদেরই মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। কিন্তু রাজ্য শিক্ষা দফতরের সেই সুপারিশে সায় দেননি রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। উল্টে আচার্য নিজের ইচ্ছামতো অধ্যাপকদের বেছে নিয়ে অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন। আর তাতেই ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী। তবে এবার এই ইস্যুতে আচার্য তথা রাজ্যপাল যে ভাবে শিক্ষামন্ত্রীর টুইটের প্রতিক্রিয়া দিলেন তাতে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বাড়ল।
❤ Support Us