- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৫, ২০২৪
হাইকোর্টের অনুমতিতে দ্রোহের কার্নিভাল শুরু রানি রাসমণি রোডে

দ্রোহ কার্নিভাল আটকাতে ১৬৩ ধারা জারির নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ । এর বিরোধীতায় পাল্টা মামলা হয় হাইকোর্টে । সেখানেই বিচারপতি রবি কিষাণ কাপুর রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল করার অনুমতি দিয়েছেন । তিনি মামলার শুনানিতে বলেন, কলকাতা পুলিশ নয় জায়গায় জমায়েত রোধের জন্য ১৬৩ ধারা লাগু করে, তা খারিজ করা হল । তিনি বলেন, ‘ শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার রয়েছে । আদালত বিষয়টি এর আগেও বহুবার স্পষ্ট করেছে ।’ বিচারপতি রবি কিষাণ কাপুর পাশাপাশি বলেন, নিরাপত্তা এবং যানজট এড়াতে রেড রোড এবং রানি রাসমণি রোডের মাঝে ব্যারিকেড দিতে পারবে ।
আজ এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, দ্রোহের কার্নিভাল রুখতে কলকাতা পুলিশের ১৬৩ ধারা লাগু অসামঞ্জস্য পূর্ণ । এরপরই দ্রোহ কার্নিভাল করার অনুমতি দেন তিনি । এবিষয়ে পরে ডাক্তারদের পক্ষের আইনিজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘পুলিশ যে আদেশ দিয়েছিল, তা বাতিল । শান্তিপূর্ণভাবে যাতে দ্রোহ কার্নিভাল ও পুজো কার্নিভাল হয়, কোনও বিরোধ না হয়, তার জন্য আদালতের কাছে আমাদের প্রস্তাব ছিল, সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল এই আদেশে স্থগিতাদেশ চেয়েছিলেন, সেটাই বিচারপতি খারিজ করে দিয়েছেন । ‘
জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স পক্ষে এই দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে । হাইকোর্টের নির্দেশের পরই স্বভাবতই খুশি বিক্ষোভরত চিকিৎসকরা । সেখানে থেকে ব্যারিকেড তুলে দিতে শুরু করেছে পুলিশ ।
❤ Support Us