Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৫, ২০২৪

হাইকোর্টের অনুমতিতে দ্রোহের কার্নিভাল শুরু রানি রাসমণি রোডে

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টের অনুমতিতে দ্রোহের কার্নিভাল শুরু রানি রাসমণি রোডে

দ্রোহ কার্নিভাল আটকাতে ১৬৩ ধারা জারির নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ । এর বিরোধীতায় পাল্টা মামলা হয় হাইকোর্টে । সেখানেই বিচারপতি রবি কিষাণ কাপুর রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল করার অনুমতি দিয়েছেন । তিনি মামলার শুনানিতে বলেন, কলকাতা পুলিশ নয় জায়গায় জমায়েত রোধের জন্য ১৬৩ ধারা লাগু করে, তা খারিজ করা হল । তিনি বলেন, ‘ শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার রয়েছে । আদালত বিষয়টি এর আগেও বহুবার স্পষ্ট করেছে ।’ বিচারপতি রবি কিষাণ কাপুর পাশাপাশি বলেন, নিরাপত্তা এবং যানজট এড়াতে রেড রোড এবং রানি রাসমণি রোডের মাঝে ব্যারিকেড দিতে পারবে ।

আজ এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, দ্রোহের কার্নিভাল রুখতে কলকাতা পুলিশের ১৬৩ ধারা লাগু অসামঞ্জস্য পূর্ণ । এরপরই দ্রোহ কার্নিভাল করার অনুমতি দেন তিনি । এবিষয়ে পরে ডাক্তারদের পক্ষের আইনিজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘পুলিশ যে আদেশ দিয়েছিল, তা বাতিল । শান্তিপূর্ণভাবে যাতে দ্রোহ কার্নিভাল ও পুজো কার্নিভাল হয়, কোনও বিরোধ না হয়, তার জন্য আদালতের কাছে আমাদের প্রস্তাব ছিল, সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল এই আদেশে স্থগিতাদেশ চেয়েছিলেন, সেটাই বিচারপতি খারিজ করে দিয়েছেন । ‘

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স পক্ষে এই দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে । হাইকোর্টের নির্দেশের পরই স্বভাবতই খুশি বিক্ষোভরত চিকিৎসকরা । সেখানে থেকে ব্যারিকেড তুলে দিতে শুরু করেছে পুলিশ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!