- এই মুহূর্তে দে । শ
- জুন ১৩, ২০২৪
গরমে বাড়ছে হিট স্ট্রোক, তাপপ্রবাহে অসুস্থদের জন্য বিভিন্ন জেলায় বিশেষ ব্যবস্থা রাজ্য স্বাস্থ্য দফতরের
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতে রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে , সেখানে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘামজনিত অস্বস্ত্বি বেড়েছে। পুরুলিয়ার আজকের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস । উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর তাই বিভিন্ন জেলায় বিশেষরকম ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই পুরুলিয়া মেডিক্যাল কলেজে চালু হয়েছে একটি নতুন ইউনিট। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ফলে শুধু ওই রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য ৫ শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ দল তৈরি করা হয়েছে।
হুগলীতে আজকের তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়েছে। ফলে গরমে অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। জেলার স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ(২) দেবযানী বসু মল্লিক জেলার বাসিন্দাদের জানিয়েছেন, তাপপ্রবাহ আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু নিজেদের রক্ষা আমরা নিজেরাই করতে পারি। বাড়ির বাইরে সবসময় ছাতা ব্যবহার করাই মঙ্গল। খুব প্রয়োজন না হলে শিশু ও প্রবীণদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হুগলীর স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলী কর জানিয়েছেন, হিট স্ট্রোকের ব্যাপারে জেলার প্রতিটা হাসপাতালকে সতর্ক করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে রাখা হচ্ছে ও আর এস । হাসপাতালে গরমের ব্যাপারে রোগীদের সচেতন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
❤ Support Us