Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৬, ২০২৩

“সনাতন ধর্ম” বিতর্কে হোঁচট খেল ইন্ডিয়া জোটের প্রথম জনসভা

আরম্ভ ওয়েব ডেস্ক
“সনাতন ধর্ম” বিতর্কে হোঁচট খেল ইন্ডিয়া জোটের প্রথম জনসভা

সবে জনতার দরবারে যাওয়ার পরিকল্পনা করে উঠেছিল ইন্ডিয়া জোট। তবে সেই যাত্রায় শুরুতেই হোঁচট খেল ইন্ডিয়া জোট। অক্টোবরের প্রথম সপ্তাহে মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া জোটের প্রথম যে জনসভা হওয়ার কথা ছিল, সেই সভা বাতিল হয়ে গেল। শনিবার সভা বাতিলের খবর জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিজেপি সরকারের দুর্নীতি ইস্যুকে সামনে রেখে ভোপালে জোটের প্রথম জনসভাটি করা হবে। মূলত কংগ্রেস ওই জনসভার আয়োজনের দায়িত্বে থাকলেও ইন্ডিয়ার অন্য শীর্ষ নেতারা ওই জনসভায় থাকবেন বলে বলা হয়েছিল। তার পর দেশের অন্যান্য প্রান্তেও এই ধরনের জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার কমল নাথ জানিয়ে দিলেন, ওই জনসভা হচ্ছে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোটের অন্যান্য নেতাদের সঙ্গে কথা আলোচনা করে বৈঠকের নতুন স্থান এবং দিনক্ষণ পরে ঠিক করবেন।

এদিকে ইন্ডিয়া জোটের প্রথম জনসভা বাতিল নিয়ে স্বাভাবিক ভাবেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলছেন, ওরা সনাতন ধর্মকে অপমান করেছে। সেই বিতর্কের আঁচ এড়াতেই এই সভা বাতিল করা হয়েছে। শিবরাজের দাবি,”মধ্যপ্রদেশের মানুষ কোনওদিন সনাতন ধর্মের অপমান মেনে নেবে না। আমাদের বিশ্বাসে আঘাত করা হয়েছে। মানুষের ক্ষোভের আঁচ পেয়েই জনসভা বাতিল করেছে বিরোধীরা।” প্রসঙ্গত নরেন্দ্র মোদি বৃহস্পতিবার মধ্যপ্রদেশে সরকারি অনুষ্ঠানের সভা মঞ্চ থেকে বলেছিলেন, “ওরা সনাতন চিন্তাধারায় আঘাত করছে, এবার আমাদের আঘাত করবে, আপনারা ওদের রুখে দিন।” তাহলে কী মোদির হুশিয়ারিতে ভয় পেয়ে ভোপালে জনসভা বাতিল করল “ইন্ডিয়া” জোট?

বস্তুত, ডিসেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে অক্টোবরের প্রথম সপ্তাহে ভোপালে ইন্ডিয়ার জনসভা হলে সেটা বেশ তাৎপর্যপূর্ণ হত। কিন্তু এর মধ্যে সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের করা মন্তব্যে বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। সেই বিতর্কের আঁচ কোনওভাবেই যাতে বিধানসভা নির্বাচনে না পড়ে, সেটা নিশ্চিত করতে সতর্কতা অবলম্বন করতে চাইছে কংগ্রেস। তবে এই সভা না করার ফোনে নেতিবাচন প্রভাব ইন্ডিয়া জোটের ওপর পড়তে পারে বলেও রাজনৈতিক মোছলেম মত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!