Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৩, ২০২৩

সমন্বয় কমিটির বৈঠকে না থাকলেও অভিষেকের পাশেই “ইন্ডিয়া”, খুশি নয় বামেরা

আরম্ভ ওয়েব ডেস্ক
সমন্বয় কমিটির বৈঠকে না থাকলেও অভিষেকের পাশেই “ইন্ডিয়া”, খুশি নয় বামেরা

দিল্লিতে আজ বুধবার শরদ পাওয়ারের বাসভবনে “ইন্ডিয়া” জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতে না পারলেও তাঁর পাশেই রয়েছে “ইন্ডিয়া”জোট। অভিষেকের বৈঠকে থাকতে না পারার কারণ, ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজই অভিষেককে হাজিরায় ডেকেছে। তাই পূর্ব নির্ধারিত সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেক থাকছেন না। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন অভিষেক। সেই টুইটকে রিটুইট করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।

“ইন্ডিয়া”‘ জেট শরিক শিবসেনা বলছে, বিজেপি চায় না অভিষেক সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিক। আমরা অভিষেকের বৈঠকে এসে বসার চেয়ারটি ফাঁকা রাখব।

এদিকে তৃণমূল সূত্রের খবর, অভিষেকের পরিবর্তে বৈঠকে দল অন্য কাউকে পাঠাবে না বলেই ঠিক করেছে। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির মতো সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে কমিটির সদস্য ছাড়া অন্য কেউ থাকার পক্ষপাতী নয় তৃণমূল। বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনার রূপরেখা তৈরির উপর জোর দেওয়া হোক বলেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিকেল চারটে থেকে বৈঠক শুরু হবে। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের দিনক্ষণ ও স্থান চূড়ান্ত করার সিদ্ধান্ত হতে পারে আজই।

তৃণমূল সূত্রের খবর, আসন সমঝোতা নিয়ে তৃণমূলের পাশাপাশি আম আদমি পার্টি-সহ আরও কয়েকটি দল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিলেও গড়িমসি করছে কংগ্রেস। বাংলাতে কংগ্রেসকে দু’টি আসন তৃণমূল ছাড়তে পারে, তার বেশি নয়–এই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেস তাতে রাজি নয়। আসন সমঝোতার ক্ষেত্রে কী সমীকরণ হবে তা নিয়ে যে রাজনৈতিক দল যেখানে শক্তিশালী তারা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে এমনটাই চাইছে তৃণমূল, আপ-সহ অনেকেই। কোন লোকসভা নির্বাচনের ফলকে ভিত্তি করা হবে, তা নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে।

এদিকে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, কংগ্রেসের গড়িমসিতে তৃণমূল সন্তুষ্ট নয়। আর সেই কারণেই সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ার মতো যে চারটি কমিটি রয়েছে, সেখানে তৃণমূলের তরফে এখনও কারও নাম পাঠানো হয়নি। যদিও তৃণমূল জানিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফেরার পরেই অন্যান্য কমিটির সদস্যদের নাম ঠিক করা হবে। টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং আগামীদিনে তাঁর দল ইন্ডিয়া জোটের সদস্য হতে পারে, এমনটাই আভাস মিলেছে তৃণমূল শিবির থেকে। আজকের বৈঠকে মুম্বই বৈঠকে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তার উপর আলোচনা, লোগো চূড়ান্ত করা, সোশ্যাল মিডিয়াতে প্রচারের বিষয়গুলি নিয়ে আলোচনা হতে চলেছে।

তবে জাতীয়স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবারই ইডির ডাকা নিয়ে “ইন্ডিয়া” জোট শরিকরা যেভাবে অভিষেকের পাশে দাঁড়িয়েছে তাতে সন্তুষ্ট নয় সিপিআই(এম)। কারণ বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে প্রথম সারিতে আছে সিপিআই(এম)। অন্যদিকে বামেদের বক্তব্য, রাজ্য ও জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ করে তুলতেই বিজেপি পরিচালিত ইডি “ইন্ডিয়া”-র বৈঠকের দিনেই তাঁকে হাজিরায় ডেকেছে। এই বিষয়ে ” ইন্ডিয়া” জোটকে আগামী সপ্তাহে সিপিআই(এম)  পলিটব্যুরো বৈঠকের পর যা জানাবার সিপিআই(এম) জানাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!