- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১৯, ২০২৪
টি২০ বিশ্বকাপ আয়োজনে প্রায় ২ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে আইসিসি–র

আইসিসি–র লক্ষ্য ছিল এবছর টি২০ বিশ্বকাপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ধরা। ক্রিস গেলসহ অনেকে তারকা মনে করেছিলেন, মার্কিনমুলুকে ক্রিকেটের প্রসার ঘটানোর মাধ্যমে আর্থিক দিক দিয়ে অনেকটাই লাভবান হবে আইসিসি। কিন্তু উল্টোছবি দেখা গেছে এবারের টি২০ বিশ্বকাপে। লাভ তো দুরের কথা, বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আইসিসি।
কলম্বোতে শুরু হয়েছে আইসিসি–র বার্ষিক সাধারণ সভা। এই সভায় বিশ্বকাপের আয়–ব্যয় নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর টি২০ বিশ্বকাপে আইসিসি–র প্রায় ২ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনে লাগাম ছাড়া খরচের জন্যই আইসিসি–র এই বিপুল পরিমান আর্থিক ক্ষতি হয়েছে। আইসিসি ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টিকিট বিক্রি করে মোটা অর্থ উঠে আসবে। কিন্তু ভারত–পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলিকে একেবারেই দর্শক হয়নি। আইসিসি–র বার্ষিক সাধারণ সভায় ৯টি আলোচ্য বিষয়ের মধ্যে অবশ্য আয়–ব্যয়ের বিষয়টা নেই। তবুও আলোচনায় উঠে আসবে।
এদিকে, আইসিসি–র চেয়ারম্যান পদে গ্রেগ বার্কলের জায়গায় জয় শাহ–র নির্বাচিত হওয়াটা সময় সাপেক্ষ। কবে তিনি দায়িত্ব নেন, এখন সেটাই দেখার। বার্ষিক সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সব সদস্যই জয় শাহ–র দায়িত্ব নেওয়ার দিকে তাকিয়ে। যদিও এই মুহূর্তে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে রয়েছেন। মেয়াদ এখনও একবছর বাকি। আইসিসি–র চেয়ারম্যানের দায়িত্ব নিলে তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদ ছাড়তে হবে।
❤ Support Us