Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২, ২০২৩

টিকিট বিক্রি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ, ময়দান থানায় তলব সিএবি কর্তাকে

আরম্ভ ওয়েব ডেস্ক
টিকিট বিক্রি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ, ময়দান থানায় তলব সিএবি কর্তাকে

চলতি বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে অনেকেই অসন্তুষ্ট। টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে রয়েছে অস্বচ্ছতার অভিযোগ। বিভিন্ন ভেন্যুতে দেখানো হচ্ছে টিকিট নিঃশেষিত। অথচ মাঠে গিয়ে দেখা যাচ্ছে আসন ফাঁকা। আর এইসব ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে টিকিট বিক্রি নিয়ে অস্বচ্ছতা বিষয়টি। এবার টিকিট বিক্রির অস্বচ্ছতার অভিযোগ তুলে কলকাতার ময়দান থানায় এফআইআর দায়ের করেছেন এক ক্রিকেটপ্রেমী। তাঁর অভিযোগের ভিত্তিতেই তলব করা হয়েছে টিকিট বিক্রির দায়িত্বে থাকা বুকমাইশো সংস্থার এবং সিএবি–র প্রতিনিধিদের।
আগামী ৫ নভেম্বর রবিবার ইডেনে খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের টিকিট নিয়ে চারিদিকে হাহাকার। কালোবাজারি তুঙ্গে সিএবি আগেই জানিয়ে দিয়েছিল ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের কোনও টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে না। এমনকি সদস্যদের কোটার টিকিটও কমিয়ে দেওয়া হয়েছে। অনেকেই অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখেন টিকিট নিঃশেষিত। আর অনলাইনে টিকিট কাটার পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক ক্রিকেটপ্রেমী। তাঁর অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড, সিএবি এবং বুকমাইশো যোগসাজস করে টিকিট সরিয়ে রেখেছে। ফলে সাধারণ মানুষ নির্দিষ্ট পদ্ধতি মেনে অনলাইনে টিকিট কাটতে পারছেন না। কালোবাজারিদের হাতে টিকিট তুলে দেওয়ার জন্যই এটা করা হয়েছে।
ওই ক্রিকেটপ্রেমীর অভিযোগের ভিত্তিতে সিএবি ও বুকমাইশো–এর কাছে নোটিশ পাঠিয়েছে ময়দান থানা। টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়ে তদন্তে সহযোগিতা করার জন্য সিএবি ও বুকমাইশো–র একজন করে কর্তাকে ডেকে পাঠানো হয়েছে। এমন প্রতিনিধিকে ময়দান থানায় হাজির হতে বলা হয়েছে, যারা টিকিট বিক্রির সম্পর্কে ওয়াকিবহাল। এখন দেখার সিএবির পক্ষ থেকে কাকে পাঠানো হয়। সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি নিজে যান কিনা।
সিএবি কর্তাদের অবশ্য বক্তব্য, টিকিট বিক্রির ব্যাপারে তাদের কোনও হাত নেই। সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা বুকমাইশো। সিএবি–র হাতে টিকিট বিক্রির দায়িত্ব না থাকলেও কত টিকিট অনলাইনে ছাড়া হয়েছে এবং কত টিকিট সদস্যরা পাচ্ছেন সেই বিষয়ে সঠিকভাবে তথ্য দেওয়া হয়নি। তবে টিকিট নিয়ে কালোবাজারি তুঙ্গে। বুধবার ময়দান চত্বর থেকে পুলিশ টিকিট কালোবাজারি করার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে। একজনের কাছ থেকে ২০টি  টিকিট বাজেয়াপ্ত করেছে। অন্য একজনের কাছে ১৬টি টিকিট পাওয়া যায়। ৯০০ টাকার টিকিট ৪ হাজার টাকায় বিক্রি করছিলেন বলে পুলিশের সূত্র থেকে জানা গেছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!