Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩০, ২০২৩

অলীক কল্পনা, তবু সেমিফাইনালে ওঠার আশায় বুক বাধছে পাকিস্তান

নিজেদের বাকি তিন ম্যাচ জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের হারের দিকে। আইসিইউ–তে ঢুকে এখন বাঁচার মরিয়া চেষ্টা পাকিস্তানের

আরম্ভ ওয়েব ডেস্ক
অলীক কল্পনা, তবু সেমিফাইনালে ওঠার আশায় বুক বাধছে পাকিস্তান

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর দল হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। অথচ কী হাল বাবর আজমদের। প্রথম দুটি ম্যাচে জয়। তারপর টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষ বললেই চলে। ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে আশা খুবই কম। নিজেদের বাকি ৩ ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের হারের দিকে। বলতে গেলে একপ্রকার অলীক কল্পনা। ‘‌আশায় মরে চাষা’‌, বলতে গেলে পাকিস্তানের এখন তেমনই অবস্থা।

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। যে কোনও দেশের বিরুদ্ধে পাকিস্তান খেলতে নামলে, পাকিস্তানের বিরুদ্ধে দলকেই সর্থথন করেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। একাত্তরের মুক্তিযুদ্ধের দগদগে ঘা এখনও স্মৃতিতে। সুতরাং মঙ্গলবার ইডেনে বাংলাদেশ যে সহজে পাকিস্তানকে ছেড়ে দেওয়ার কথা নয়। কিন্তু এই বাংলাদেশ দলের সেই দক্ষতা রয়েছে কি?‌

পাকিস্তান যদিও নিজেদের জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বাকি তিন ম্যাচে হারের দিকে তাকিয়ে। বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের কোচ গ্র‌্যান্ট ব্র‌্যাডবার্ন। তিনি বলছিলেন, ‘‌আমরা যে জায়গায় রয়েছে, সেখানে থাকার কথা নয়। সামনে তিনটি ম্যাচ। বাকি তিনটি ম্যাচে জিততেই হবে। আমরা নিউজিল্যান্ডের হারের দিকে তাকিয়ে রয়েছি। আমরা একটা সুযোগের অপেক্ষায় রয়েছি।’‌

প্রথম দুটি ম্যাচে জয়ের পর ভারতের কাছে পরাজয়। ভারতের কাছে হারই কি মনোবল ভেঙে দিয়েছে?‌ মানছেন না পাকিস্তান কোচ গ্র‌্যান্ড ব্র‌্যাডবার্ন। তিনি বলেন, ‘‌ভারতের কাছে হেরে আমাদের মনোবল ভেঙে পড়েনি। আমেদাবাদে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে খেলাটা আমাদের কাছে বিশাল অভিজ্ঞতা ছিল। তবে ভারতের কাছে হেরে দল খুবই হতাশ হয়ে পড়েছিল। আমরা যে চারটি ম্যাচে হেরেছি, তারমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ লড়াই করেছি।’‌ বাংলাদেশকেও সমীহ করছে পাকিস্তান।

সেমিফাইনালে ওঠা এখন আর বাবর আজমদের হাতে নেই। নিজেদের বাকি তিন ম্যাচ জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের হারের দিকে। আইসিইউ–তে ঢুকে এখন বাঁচার মরিয়া চেষ্টা পাকিস্তানের। জিততে গেলে পাক ব্যাটারদের রান পেতেই হবে। আর সেই লক্ষ্যেই বাংলাদেশ ম্যাচের আগে নেটে বাবর আজম, রিজওয়ানদের দীর্ঘক্ষণ পড়ে থাকা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আগের ম্যাচে চোট পাওয়া শাদাব খান খেলতে না পারলে তাঁর জায়গায় উসামা মিরকে খেলানো হবে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!