Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৮, ২০২৩

‌‌কোহলি, রোহিত নয়, সামিতেই শঙ্কা প্যাট কামিন্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‌কোহলি, রোহিত নয়, সামিতেই শঙ্কা প্যাট কামিন্সের

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞদের চোখে ফাইনালে ভারতই ফেভারিট। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নেওয়া ভারতের কাছে শুধু সময়ের অপেক্ষা। লিগ পর্বের ম্যাচেও ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ফাইনালেও যে অস্ট্রেলিয়া শিবির চাপে আছে, অধিনায়ক প্যাট কামিংসের কথাতেই পরিষ্কার। আর তিনি বিরাট কোহলি, রোহিত শর্মাদের নয়, সবথেকে বেশি ভয় পাচ্ছেন ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ সামিকে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মহম্মদ সামি। প্রথম চার ম্যাচে সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার চোটই তাঁর সামনে প্রথম একাদশে খেলার সুযোগ এনে দেয়। আর সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন সামি। ৬ ম্যাচে তুলে দিয়েছেন ২৩ উইকেট। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিলেন বিধ্বংসী মেজাজে। ৫৭ রানে তুলে নেন ৭ উইকেট। সামির এই ছন্দে থাকাটা ভাবাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরকে।

ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে প্যাট কামিন্স সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌ভারতীয় দলের সব ব্যাটারই দুর্দান্ত ছন্দে রয়েছে। ব্যাটিং–বোলিং দুই বিভাগই অসাধারণ খেলছে। তবে ব্যাটারদের তুলনায় মহম্মদ সামি আমাদের কাছে বিগ থ্রেট। ওকে সামলানো কঠিন হবে। সামির বিরুদ্ধে দলের ব্যাটারদের সতর্ক থাকতে হবে। ওকে বেশি আক্রমণ করা যাবে না।’‌

মহম্মদ সামিকে নিয়ে চিন্তা থাকলেও আমেদাবাদের ২২ গজ কিংবা টস নিয়ে বেশি চিন্তাভাবনা করছেন না কামিন্স। তিনি বলেন, ‘‌উইকেট আমি খুব একটা ভাল বুঝি না। তবে আমেদাবাদের উইকেট মুম্বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। দেখে ভাল মনে হচ্ছে। এই উইকেটে আগে ব্যাটিং কিংবা পরে ব্যাটিং সেটা কোনও সমস্যা হবে না। আমার মনে হয় টস এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে না। যেটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের ক্ষেত্রে ঘটেছিল। তবে যাই হোক না কেন, আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি।’‌

ভারতকে যে সহজে জমি ছাড়বে না অস্ট্রেলিয়া, কামিংসের কথাতেই পরিষ্কার। তিনি বলেন, ‘‌ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমাদের দলে ২০১৫ সালে বিশ্বকাপ জেতা ৬–৭ জন ক্রিকেটার রয়েছে। প্রত্যেকেই জানে ফাইনালে কোন ধরনের মানসিকতা নিয়ে খেলতে হয়। ফাইনালেও আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব। ফাইনালের চাপ নেওয়ার মতো ক্ষমতা আমাদের দলের রয়েছে। ফাইনালের জন্য আমরা আলাদা করে পরিকল্পনা করেছি। আশা করছি মাঠে নেমে সেই পরিকল্পনা কাজে লাগাতে পারব।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!