Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৭, ২০২৩

কথা রাখলেন সাকিব, তাঁর স্পিরিট নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাকিব আল হাসানদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথুজরা । ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সাকিবকে কাণ্ডজ্ঞানহীন বলে অবিহিত করেছেন ম্যাথুজ

আরম্ভ ওয়েব ডেস্ক
কথা রাখলেন সাকিব, তাঁর স্পিরিট নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে ঢাকায় সাংবাদিক সম্মেলনে সাকিব আল হাসান বলেছিলেন, এবার বাংলাদেশ এমন কিছু করবে যা আগে কখনও হয়নি । সাকিব কথা রেখেছেন । তবে পারফরমেন্স করে নয় । সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এমন ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, যা ক্রিকেট ইতিহাসের পাতায় উঠে গেছে । আর সাকিবের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড় । সমালোচনায় মুখর আন্তর্জাতিক ক্রিকেটমহল ।

শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে সাকিবের টাইমড আউট করার সিদ্ধান্ত অনেকেই মানতে পারছেন না ।সাংবাদিক সম্মেলনে এসে বাংলাদেশের ওপর ক্ষোভ উগরে দেন তিনি । ম্যাথুজের কাছে টাইমড আউট নিয়ে জানতে চাওয়া হয়েছিল । সেই প্রসঙ্গে শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‌আমি ভুল কিছু করিনি । ক্রিজে যাওয়ার জন্য আমার হাতে ২ মিনিট সময় ছিল এবং আমি নির্ধারিত সময়েই ক্রিজে পৌঁছেছিলাম । আমার হেলমেটে সামান্য সমস্যা হয়েছিল । হেলমেট পাল্টাতে চেয়েছিলাম । বুঝতে পারছি না, সাকিব কীভাবে কাণ্ডজ্ঞান হারাল । এই ঘটনাটা অবশ্যই সাকিব ও বাংলাদেশের জন্য লজ্জাজনক । ওরা এতটা নিচে নামতে পারবে ভাবিনি । ওদের মধ্যে কোথাও সমস্যা রয়েছে । কাণ্ডজ্ঞান না থাকায় ক্রিকেটের অসম্মান বয়ে নিয়ে এসেছে । সত্যিই এটা ভীষণ লজ্জার ।’‌

সাকিবের প্রতি ক্ষোভ জানানোর পাশাপাশি, দুই আম্পায়ারের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ । তিনি বলেন, ‘‌ক্রিকেট আইনে থাকা ২ মিনিট সময় পার হয়ে গিয়েছিল কিনা আম্পায়ার সেটা ভালোভাবে যাচাই করেননি । দুই আম্পায়ার মেনে নিয়েছেন হেলমেটে সমস্যা ছিল । তাঁরা অনায়াসে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে পারতেন এবং যাচাই করতে পারতেন ।’‌ এই ব্যাপারে তাঁদের কাছে ভিডিও প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ । তিনি বলেন, ‘‌হেলমেট ভেঙ্গে যাওয়ার পরও আমার ৫ সেকেন্ড সময় বাকি ছিল । আমি আম্পায়ারকে হেলমেট দেখিয়েছিলাম । কিন্তু আম্পায়ার বলেন, ‌বিপক্ষ অধিনায়ক আউটের আবেদন করেছে । তখনও পর্যন্ত আমার ২ মিনিট সময় পার হয়নি । আমার কাছে ভিডিও প্রমাণ আছে ।’‌

বাংলাদেশ– শ্রীলঙ্কা ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন ওয়াকার ইউনিস । পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক ধারাভাষ্য দেওয়ার সময়ই বলেন, ‘‌সাকিব যা করেছে তা ক্রিকেটীয় স্পিরিটের সঙ্গে মানানসই নয় । ওর পক্ষেই এইরকম কিছু করা সম্ভব ।’‌ ইনিংসের বিরতিতে ম্যাচের বিশ্লেষণের সময় পাকিস্তানের আর এক প্রাক্তন অধিনায়ক রামিজ রাজাও সাকিবের আচরণের সমালোচনা করেন । ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার, গৌতম গম্ভীররা সরাসরি সমালোচনা না করলেও সাকিবের আচরণ মেনে নিতে পারেননি। মঞ্জরেকার বলেন, ‘‌সাকিব ইতিহাস তৈরি করল ।’‌

সত্যিই তো ইতিহাস তৈরি করেছেন সাকিব আল হাসান । আইসিসি–র নিয়ম অনুযায়ী কোনও ব্যাটার আউট হওয়ার বা অবসৃত হওয়ার ৩ মিনিটের মধ্যেই পরের ব্যাটারকে বল খেলার জন্য প্রস্তুত হতে হবে । আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন সময়ে ব্যাটার ৩ মিনিটের বেশি সময় নেননি, এমনটা কখনোই হতে পারে না । তবে বিপক্ষ দলের কোন অধিনায়কই এই আউটের জন্য এতদিন আবেদন করেননি । যেমন ২০০৭ সালে কেপটাউনে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে সৌরভ গাঙ্গুলি ব্যাট করতে যাওয়ার সময় দেরি করে ফেলেছিলেন । দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কিন্তু সৌরভের জন্য অপেক্ষা করেছিলেন । টাইমড আউটের আবেদন করেননি ।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার ডেল স্টেনও সমালোচনায় ভরিয়ে দিয়েছেন সাকিব আল হাসানকে । তিনি টুইটারে লিখেছেন, ‘‌দ্যাট ওয়াজ নট কুল ।’‌ গৌতম গম্ভীর থেকে উসমান খোয়াজা, মহম্মদ হাফিজ প্রত্যেকেই মনে করছেন অ্যাঞ্জেলো ম্যাথুজকে এভাবে আউট করা উচিত হয়নি সাকিবের । গম্ভীর বলেন, ‘‌ম্যাথুজের আউট খুবই লজ্জাজনক ঘটনা । এটা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী ।’‌ টুইটারে উসমান খোয়াজাও একই কখা লিখেছেন ।

সোমবার বাংলাদেশের কাছে হারার পর শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেই সৌজন্যতা দেখাননি । সাকিব আল হাসানদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথুজরা । ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সাকিবকে কাণ্ডজ্ঞানহীন বলে অবিহিত করেছেন ম্যাথুজ ।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌ম্যাচ শেষে হাত মেলানোর জন্য আমরা অপেক্ষা করেছিলাম । কিন্তু ওরা হাত না মিলিয়ে ড্রেসিংরুমে চলে যায় । খেলা শেষে ওদের সঙ্গে আমাদের কোনও কথাও হয়নি ।’‌ মাঠে অ্যাঞ্জেলো ম্যাথুজ সঙ্গে কী কথা হয়েছিল, সেই প্রসঙ্গে সাকিব বলেন, ‘‌২০০৬ সাল থেকে আমরা একে অপরের বিরুদ্ধে খেলছি । আমি ম্যাথুজকে খুব ভালোভাবে চিনি । ও আমাকে খুব ভালোভাবে চেনে । আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল আউটের আবেদন প্রত্যাহার করব কিনা । আমি ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, ঘটনাটা দুর্ভাগ্যজনক । আমি আবেদন প্রত্যাহার করব না ।’‌


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!