- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৭, ২০২৩
ঘোষিত হল বিশ্বকাপের সূচি, ভারত নামছে ৮ অক্টোবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ঘোষিত হল ২০২৩ একদিনের বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও রানার্স ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৯ নভেম্বর ফাইনালও অনুষ্ঠিত হবে আমেদাবাদে। ১৫ ও ১৬ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বই ও কলকাতায়। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। বিশ্বকাপের সব ম্যাচই হবে দিনরাতের।
বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে ক্রীড়াসূচি ঘোষণা করল আইসিসি। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ আয়োজন করছে ভারত। রোহিত শর্মারা গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ১১ অক্টোবর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ প্রত্যাশিতমতোই ১৫ অক্টোবর হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচ নিয়েই টালবাহানা চলছিল। ভারতের বিরুদ্ধে আমেদাবাদের খেলতে চায়নি পাকিস্তান। তাদের অনুরোধ উপেক্ষা করেই আমেদাবাদে ম্যাচ রেখেছে আইসিসি।
১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২২ অক্টোবর রবিবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। অক্টোবরের ২৯ তারিখ লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত খেলবে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। এরপর ৫ নভেম্বর রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ১১ নভেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে যোগ্যতা অর্জন পর্বের প্রথম স্থানাধিকারী দলের বিরুদ্ধে।
বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল ও ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া আরও ৩টি ম্যাচ পেয়েছে ইডেন। যোগ্যতা অর্জনকারী প্রথম দলের সঙ্গে ২৮ অক্টোবর খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচও ইডেনে। ১২ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধেও ইডেনে খেলবে পাকিস্তান।
❤ Support Us