শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
একটা ম্যাচে ব্যর্থ। আর তার জেরে মহিলাদের আইসিসি–র টি২০ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নেমে যেতে হল ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ। রিচা ছাড়াও নেমে গেছেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। তবে নিজের জায়গা ধরে রেখেছেন সহ–অধিনায়ক হরমনপ্রীত কাউর।
৭৩১ পয়েন্ট পেয়ে ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্মৃতি মান্ধানা। ৮০২ পেয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ারই বেথ মুনি। স্মৃতি ছাড়াও প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন শেফালী ভার্মা। ৬১৩ পয়েন্ট পেয়ে তিনি রয়েছেন দশম স্থানে। এক ধাপ উঠে ১২ নম্বরে পৌঁছেছেন জেমাইমা রডরিগেজ। আর এক ধাপ নেমে ১৩ নম্বরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর।
একসপ্তাহ আগে আইসিসি–র র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ১৬ নম্বরে ছিলেন উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ। মহিলাদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে রান করেছিলেন যথাক্রমে ৩১, ৪৪ ও ৪৭। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সোমবার শূন্য রানে তিনি আউট হন। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ব্যর্থতা তাঁকে চার ধাপ নামিয়ে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ৫৮ রেটিং পয়েন্ট সংগ্রহ করে জীবনের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছিলেন রিচা ঘোষ। তিনি ছিলেন ১৬ নম্বরে। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতা তাঁকে ২০ নম্বর স্থানে নামিয়ে দিয়েছে। রিচার সংগৃহীত পয়েন্ট ৫৭২।
বোলারদের তালিকায় ভারতের দীপ্তি শর্মা রয়েছেন ৪ নম্বরে। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৩৩। অন্যদিকে, ৭১১ পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন রেনুকা সিং। এই দুজন ছাড়া আর কোনও ভারতীয় বোলার প্রথম দশে জায়গা পাননি। স্নেহ রানা এক ধাপ নেমে রয়েছেন ১২ নম্বর স্থানে। ৭৮৪ পয়েন্ট পেয়ে বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফিয়ে একলেস্টোন শীর্ষে রয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। তাঁর পয়েন্ট ৪৪৯। অন্যদিকে দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ভারতের দীপ্তি শর্মা। তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34