Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৩, ২০২৪

নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, রাস্তা কঠিন কিউয়িদের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, রাস্তা কঠিন কিউয়িদের

প্রথম দুই ম্যাচে ‌পাপুয়া নিউ গিনি ও উগান্ডার বিরুদ্ধে জয় ওয়েস্ট ইন্ডিজকে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সুপার এইটে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল কিউয়িরা।
আগের ম্যাচে আফগানিস্তানের কাছে ৮৪ রানে বিধ্বস্ত হয়েছিল নিউজিল্যান্ড। সুপার এইটের আশা বাঁচিতে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতাটা জরুরি ছিল। অথচ সেই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিং ব্যর্থতায় পড়তে হয়েছিল ক্যারিবিয়ানদেরও। ৭ ওভারের মধ্যেই ৩০/‌৫। ১৭.‌৫ ওভারে ১১২/‌৯। শেষ ২ ওভারে ভাগ্যিস শেরফানে রাদারফোর্ড জ্বলে উঠেছিলেন। তাঁর সৌজন্যেই ওঠে ৩৭। ওয়েস্ট ইন্ডিজ পৌঁছয় ১৪৯/‌৯ রানে। ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন রাদারফোর্ড। দ্বিতীয় সর্বোচ্চ নিকোলাস পুরানের ১৭। আকিল হোসেন করেন ১৫, রাসেল ১৪। ১৬ রানে ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ২টি করে উইকেট টিম সাউদি ও লকি ফার্গুসনের।
মন্থর উইকেটে জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য যথেষ্ট কঠিন ছিল নিউজিল্যান্ডের কাছে। শুরুটা ভাল হওয়া জরুরি ছিল। সেটাই হয়নি কিউয়িদের। তৃতীয় ওভারেই ডেভন কনওয়েকে (‌৫)‌ হারায়। ১১ ওভারের মধ্যেই ৬৩/‌৫। টপ অর্ডারে ফিন অ্যালেনই (‌২৩ বলে ২৬)‌ একমাত্র লড়াই করছিলেন। পরের দিকে গ্লেন ফিলিপস (‌৩৩ বলে ৪০)‌। তিনি ফিরতেই জয়এর আশা শেষ নিউজিল্যান্ডের। ২০ ওভারে ৯ উইকেটে থামে ১৩৬ রানে। মিচেল স্যান্টনার ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। দুরন্ত বোলিং করে ১৯ রানে ৪ উইকেট তুলে নেন আলজারি জোসেফ। ২৫ রানে ৩ উইকেট গুডাকেশ মোতিয়ের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!