- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১১, ২০২৩
১৪ ঘন্টার মধ্যে ৮০০টি ভূমিকম্প ! আইসল্যান্ড জরুরি অবস্থা ঘোষণা
আইসল্যান্ড-এর দক্ষিণ-পশ্চিম রেকজেনেস উপদ্বীপে একাধিক শক্তিশালী ভূমিকম্পের পর আইসল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা। এই ভূমিকম্পকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরবর্তী ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। দেশটির জাতীয় পুলিশ প্রধান একটি বিবৃতিতে জানিয়েছেন উত্তর গ্রিন্ডাভিকের সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের জন্য নাগরিক সুরক্ষার দিকে লক্ষ্য রেখে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ভূমিকম্পগুলি যে ভাবে ঘটেছে তাতে বড় এবং ধারাবাহিক ভূমিকম্পের বিস্ফোরণের দিকে পরিস্থিতিকে নিয়ে যেতে পারে , তাই এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে অগ্ন্যুৎপাত ঘটতে পারে।
গ্রিন্ডাভিক গ্রামে প্রায় ৪ হাজার লোক বসবাস করে, শুক্রবারের ভূমিকম্পের উৎসস্থল গ্রিন্ডাভিক থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
অগ্ন্যুৎপাতের সম্ভাবনার কথা মাথায় রেখেই এই গ্রামের মানুষদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রায় সাধারণ সময় সাড়ে পাঁচটা তিরিশ মিনিটে দুটি শক্তিশালী ভূমিকম্প রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশের দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে অনুভূত হয়েছিল, এই ভূমিকম্পে বাড়ির জানালা এবং ঘরের জিনিসপত্রে প্রবল ঝাঁকুনি দিয়েছিল। প্রাথমিক ভাবে আবহাওয়া দফতরের পরিসং
খ্যান অনুসারে, গ্রিন্ডাভিকের উত্তরে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.২।
কম্পনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুলিশ শুক্রবার গ্রিন্ডাভিকের উত্তর-দক্ষিণে চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেয়। শুক্রবার মধ্যরাত থেকে রাত ২ টোর মধ্যে প্রায় ৮০০টি ভূমিকম্পের ধারাবাহিক কম্পনের ঘটনা ঘটে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আবহাওয়া অফিসার তথ্য বলছে অক্টোবরের শেষ থেকে এ পর্যন্ত এই উপদ্বীপে প্রায় ২৪ হাজার ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
আইসল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছে ভূগর্ভের প্রায় পাঁচ কিলোমিটার গভীরতায় ভূগর্ভস্থ ম্যাগমা সঞ্চিত রয়েছে। এই ম্যাগমা যদি ভূপৃষ্ঠের উপরের দিকে অগ্রসর হতে শুরু করে তখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে। তবে সাধারণত যেটা দেখা যায় তাতে এই ম্যাগমা ভূপৃষ্ঠের উপরিভাবে পৌঁছাতে অর্থাৎ সমতলে বেরিয়ে আসতে সামান্য কয়েক ঘন্টার থেকে শুরু করে কয়েক দিন সময় লাগে।
তবে যদি ভূমিকম্পের তীব্রতা যেখানে এখন সর্বোচ্চ সেখানে যদি ফাটল দেখা দেয় তবে আগ্নেয়গিরির লাভা দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমে প্রবাহিত হবে, তবে গ্রিন্ডাভিকের দিকে এই অগ্নুৎপাতের সম্ভাবনা নেই।”
তবুও নাগরিক সুরক্ষা বিভাগ বলেছে যে তারা “নিরাপত্তার উদ্দেশ্যে” টহলদারি জাহাজ থরকে গ্রিন্ডাভিকে পাঠাচ্ছে।
জরুরী আশ্রয়কেন্দ্র এবং সহায়তা কেন্দ্রগুলি শুক্রবারের পরে গ্রিন্ডাভিকের পাশাপাশি দক্ষিণ আইসল্যান্ডের আরও তিনটি জায়গায় মানুষের চলাচলে সহায়তা করার জন্য খোলা হবে।
বৃহস্পতিবার গ্রিন্ডাভিকের কাছে অবস্থিত জনপ্রিয় পর্যটন গন্তব্য স্থল ব্লু লেগুন-এর বিখ্যাত স্পা এবং বিলাসবহুল হোটেলগুলো ভূমিকম্পের অভিঘাতের পরে সতর্কতা হিসাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও কাছাকাছি সভারতসেনজি জিওথার্মাল প্ল্যান্টটি রয়েছে, যেখান থেকে রেকজেনেস উপদ্বীপের ৩০ হাজার বাসিন্দাদের জন্য বিদ্যুৎ ও জল সরবরাহ হয়। অগ্ন্যুৎপাতের ঘটনায় প্ল্যান্ট এবং এর কর্মীদের রক্ষা করার জন্য প্লান্টের একটি আনুষঙ্গিক পরিকল্পনা রয়েছে।
আইসল্যান্ডে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপে সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। উত্তর আটলান্টিক দ্বীপটি মধ্য-আটলান্টিক রিজকে বিদ্ধ করে সমুদ্রের তলদেশে একটি ফাটল রয়েছে যা ইউরেশিয়ান এবং উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটকে আলাদা করে রেখেছে।
২০২১ সালের মার্চ মাসের অগ্ন্যুৎপাতের আগে মাউন্ট ফাগ্রাডালসফজলের আশেপাশে একটি জনবসতিহীন এলাকায়, রেকজেনস আগ্নেয়গিরি আট শতাব্দী ধরে সুপ্ত ছিল।
আগ্নেয়গিরিবিদরা মনে করেন যে বর্ধিত কার্যকলাপের নতুন এই চক্র কয়েক দশক বা শতাব্দী ধরে চলতে পারে। ২০১০ সালের এপ্রিলে আরেকটি আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাত হয়েছিল, এর ফলে দ্বীপের দক্ষিণে আইজাফজাল্লাজোকুল প্রায় ১ লক্ষ ফ্লাইট বাতিল করতে হয়েছিল, যার ফলে ১০ মিলিয়নেরও বেশি যাত্রী আটকা পড়েছিল।
❤ Support Us