Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১১, ২০২৩

‌মুচোভাকে হারিয়ে টানা দ্বিতীয়বার প্যারিসের রানী ইগা সিয়াতেক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মুচোভাকে হারিয়ে টানা দ্বিতীয়বার প্যারিসের রানী ইগা সিয়াতেক

সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে চমক দিয়েছিলেন ক্যারোলিনা মুচোভা। কিন্তু ফাইনালে শেষরক্ষা করতে পারলেন না। উত্তেজনাপূর্ণ ফাইনালে মুচোভাকে হারিয়ে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। এই নিয়ে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হলেন তিনি। ২০০৭ সালের পর এই প্রথম কোনও মহিলা খেলোয়াড় খেতাব ধরে রাখলেন। গত ৪ বছরে ৩ বার ফরাসি ওপেন জিতলেন সিয়াতেক।
প্রথম সেটে দারুণ দাপট দেখান ইগা সিয়াতেক। মুচোভার কাছ থেকে কয়েকটা ব্যাকহ্যান্ড ছাড়া ভাল শট পাওয়া যায়নি। দুর্দান্ত আধিপত্য দেখিয়ে প্রথম সেট ৬–২ ব্যবধানে জিতে নেন সিয়াতেক। দ্বিতীয় সেটেও শুরু থেকেই দারুণ ছন্দে এগোচ্ছিলেন সিয়াতেক। একসময় ৩–০ ব্যবধানে এগিয়ে যান। এরপরই দারুণভাবে ম্যাচে ফিরে আসেন মুচোভা। ০–৩ ব্যবধানে পিছিয়ে থেকে ৩–৩ করেন। শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে দ্বিতীয় সেট ৭–৫ ব্যবধানে জিতে সমতা ফেরান মুচোভা।
তৃতীয় তথা নির্ণায়ক সেটেও ভাল শুরু করেছিলেন মুচোভা। সিয়াতেকের সার্ভিস ভেঙে ২–০ ব্যবধানে এগিয়ে যান। এই সময় মনে হচ্ছিল সেমিফাইনালের মতো ফাইনালেও অঘটন ঘটাবেন মুচোভা। কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়েরের মতোই ম্যাচে ফিরে আসেন সিয়াতেক। পরপর দু’‌বার মুচোভার সার্ভিস ভেঙে এগিয়ে যান। সেখানেই ম্যাচ ঘুরে যায়। শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে তৃতীয় সেট জিতে নেন সিয়াতেক।
২২ বছর বয়সী সিয়াতেক ওপেন যুগের তৃতীয় মহিলা খেলোয়াড় যিনি তাঁর প্রথম চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের সবকটাতেই চ্যাম্পিয়ন হলেন। ২০২০ ও ২০২২ সালের পর এবছর ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন। আর গত বছর ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সিয়াতেকের আগে মনিকা সেলেস এবং নাওমি ওসাকা এই কৃতিত্ব অর্জন করেন। জাস্টিন হেনিন ছিলেন শেষ মহিলা খেলোয়াড়, যিনি পরপর দুবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৬ বছর আগে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!