- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৮, ২০২৩
২০২৪-এর মাধ্যমিকে ছোট ছোট পরীক্ষা কেন্দ্র থাকছে না। পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারী, শেষ ১২ ফেব্রুয়ারি
পূজোর ছুটি শেষ হলেই সমস্ত স্কুলগুলিতে শুরু হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার পরেই ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষা চলবে আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১১:৩০ থেকে দুপুর ৩ টে পর্যন্ত। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোট সময় থাকবে ৩ ঘন্টা ১৫ মিনিট যার মধ্যে ১৫ মিনিট প্রশ্নপত্র ভালোভাবে পড়ার জন্য এবং ৩ ঘন্টা উত্তর লেখার জন্য।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কিছু শর্তাবলী প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য বারের মতো এবার ছোট পরীক্ষা কেন্দ্র হবে না। এর আগের বছরগুলিতে দেখা গেছে, কিছু কিছু স্কুলে ১০০-১৫০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিন্তু এবার আর সেরকম আর হবে না। পর্ষদের ব্যবস্থাপনায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সর্বনিম্ন ৩০০ এবং সর্বোচ্চ ৮০০ পরীক্ষার্থী নিয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ছোট স্কুল গুলিতে মাধ্যমিকের সিট ফেলা হচ্ছে না, যে সকল স্কুলগুলিতে আশেপাশের তিন-চারটে স্কুলের পরীক্ষা একসাথে নেওয়া যাবে সেই সকল স্কুল গুলিতেই এবার মাধ্যমিকের সিট ফেলা হচ্ছে।
যে স্কুলে পরীক্ষা নেওয়া হবে সেই স্কুলের শিক্ষক শিক্ষিরাই গার্ড দেবেন। যে সকল শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন আগে বা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অবসর নিয়েছেন তাঁরাও মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে পারবেন।
যে স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা চলাকালীন ছুটি নিতে পারবে না। যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা হবে সেই স্কুলে কোন শিক্ষক বা শিক্ষিকার সন্তানের যদি মাধ্যমিক এমন পরীক্ষার সেন্টার হয়, যেখানে তার বাবা বা মা শিক্ষক বা শিক্ষিকা তাহলে সেই শিক্ষক বা শিক্ষিকা সেই স্কুলে মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে পারবে না।
গতবারের মতো এবারও কিছু কিছু মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির নজরদারি থাকবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এর আগে যে সকল বিধি নিষেধ জারি থাকতো সেগুলোও জারি থাকছে।
❤ Support Us